যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়ালেন অভিনেত্রী রুক্মিণী বাসন্ত। সম্প্রতি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, ছবিতে তার চরিত্রটি যেমন রোমাঞ্চকর, তেমনি মানসিক চাপেরও। রুক্মিণীর ভাষায়, এটি একেবারেই ব্যতিক্রমী একটি প্রজেক্ট, যেখানে পরিচালক গীথু মোহনদাস ও যশের গল্প বলার ধরন অন্য মাত্রা যোগ করেছে।
২০২৬ সালের ১৯ মার্চ মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটি। এটি শুধু বড় বাজেটের সিনেমা নয়, বরং সাহসী ও পরীক্ষামূলক এক চলচ্চিত্র যাত্রা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রুক্মিণীর ইঙ্গিত অনুযায়ী, এই ছবিতে যশকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক রূপে, যা তার ক্যারিয়ারেও নতুন সংজ্ঞা তৈরি করতে পারে।
নায়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও অক্ষয় ওবেরয়কে নিয়ে শক্তিশালী অভিনয়শিল্পী এবং কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের প্রযোজনায় টক্সিক ইতিমধ্যেই বড় আয়োজনের সিনেম্যাটিক ইভেন্ট হিসেবে আলোচনায়।
এবি/টিকে