আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। এ আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বিশ্বকাপের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ জতিন্দর সিং। বিশ্বকাপ দলের বড় চমক আমির কালিমের বাদ পড়া।
বিশ্বকাপে দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটকিপার বিনায়ক শুক্লা। সবশেষ এশিয়া কাপে খেলা দলের পাঁচজন খেলোয়াড় বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। দুর্দান্ত পারফরম্যান্স করেও আমিরের বাদ পড়া দলটির বড় চমক।
টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলবে ওমান। তাদের অন্যান্য প্রতিপক্ষরা হল- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের স্কোয়াড:
জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাভালে, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মাহমুদ, জে ওডেড্রা, শফিক জান, আশিস ওডেড্রা, জিতেন রামানান্দি ও হাসনাইন আলি শাহ।
এসএস/এসএন