১৯৯৭ সালের কালজয়ী সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল নিয়ে বেজায় উত্তেজনা ছড়িয়েছে বলিউডে। ‘বর্ডার ২’-এর প্রথম ঝলক প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশপ্রেমে ভরা নতুন গান ‘সন্দেশে আতে হ্যায়’ নজর কেড়েছে দর্শকদের। তবে সেই নতুন সুরের ব্যবহার নিয়ে মুখ খুললেন আইকনিক সুরকার অনু মালিক। তিনি দাবি করেন, এই নতুন সংস্করণে তাঁর অবদান ও জাভেদ আখতারের সৃষ্টি যথাযথ স্বীকৃতি পাওয়া উচিত।
অনু মালিক জানিয়েছেন, “নতুনভাবে তৈরি হলেও এই গান আমার ও জাভেদ আখতারের হাতের সৃষ্টি। সিক্যুয়েলের টিম আমাদের কাজের স্বীকৃতি দিতেই হবে।” তিনি আরও বলেন, গানটি খুব শিগগিরই হিট হবে, কারণ সোনু নিগম ও অরিজিৎ সিং-এর কণ্ঠে গানটি নতুন প্রাণ পাবে। সিক্যুয়েলের জন্য মনোজ মুন্তাসির নতুনভাবে গানটি বেঁধেছেন।
বছরপূর্তির এই সিক্যুয়েলটি শুধু নস্ট্যালজিয়া জাগিয়ে তুলবে না, দর্শকদের মধ্যে আগের আবেগ, শিহরণ ও গর্বও পুনরুজ্জীবিত করবে। ‘বর্ডার’-এর আইকনিক গান ‘সন্দেশে আতে হ্যায়’-এর নতুন সংস্করণে সেই আবেগের ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে, তবে নির্মাতাদের দাবি অনুযায়ী যথাযথ ক্রেডিট না দেয়ায় অনু মালিকের ক্ষোভ প্রকাশ পেয়েছে।
গানটি দর্শকদের কাছে একইভাবে প্রাসঙ্গিক ও দেশপ্রেমের উদ্দীপক হিসেবে কার্যকর হবে, এমন আশাবাদ প্রকাশ করেছেন সুরকার নিজেই। সিক্যুয়েল মুক্তির সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গানের ঝলকও ভাইরাল হয়ে গেছে। এই নতুন সিক্যুয়েল এবং পুরনো সঙ্গীতের মিলন দর্শকদের কাছে অতীত ও বর্তমানের এক অনন্য সংযোগ তৈরি করেছে।
আরপি/এসএন