রণবীর সিং ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এই মেগাবাজেট ছবির নায়ক নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই জল্পনাতেই নতুন করে উঠে এসেছে হৃত্বিক রোশনের নাম।
সূত্রের খবর, রণবীরের পরিবর্তে নির্মাতাদের পছন্দের তালিকায় এবার শীর্ষে রয়েছেন হৃত্বিক। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।
নির্মাতারা কিংবা হৃত্বিক কেউই এই গুঞ্জনে সিলমোহর দেননি।
প্রসঙ্গত, ‘ডন ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃত্বিককে। ছবির এক বিশেষ দৃশ্যে শাহরুখ খানের ছদ্মবেশী চরিত্র হিসেবে তাঁর উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। এবার সেই আইকনিক চরিত্রে পুরোপুরি হৃত্বিককেই ভাবা হচ্ছে বলে শোনা যাচ্ছে।
তবে জানা গেছে, পুরো বিষয়টিই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ‘ডন’-এর মতো হেভিওয়েট ও আইকনিক চরিত্রের জন্য বলিউডের বড় মাপের অভিনেতাকেই খুঁজছেন ফারহান আখতার ও তাঁর টিম।
এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি হৃত্বিক রোশন। তবে এই গুঞ্জন ছড়াতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তাঁর অনুরাগীরা।
অনেকেরই ধারণা, ফারহান আখতারের দীর্ঘদিনের ইচ্ছাই এবার বাস্তব হতে চলেছে।
উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে ফারহান আখতার জানিয়েছিলেন, ‘ডন’ চরিত্রের জন্য শাহরুখ খান নন, তাঁর প্রথম পছন্দ ছিলেন হৃত্বিক রোশন। এবার সত্যিই কি সেই ইচ্ছা পূরণ হতে চলেছে, নাকি কোনও নতুন মুখেই ভরসা রাখবেন নির্মাতারা তা জানতে অপেক্ষা করতেই হবে।
আরপি/এসএন