বছরশেষে ফের শোকাচ্ছন্ন কিম কার্দাশিয়ান। অভিনয় ও আইন পড়াশোনার চাপে আইন পরীক্ষায় অকৃতকার্য হন তিনি। ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশিত হলে কান্নায় ভেঙে পড়েন কিম। বছরশেষের এক সাক্ষাৎকারে ফের সেই ব্যথার কথা স্মরণ করে চোখে জল দেখা যায় অভিনেত্রীর।
কিম স্বীকার করেছেন, “পরীক্ষা দিতে গিয়ে অনুভব করছিলাম, খুব খারাপ কিছু ঘটতে পারে। প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারিনি, তবুও আশা করছিলাম কিছু ভালো হবে। বিকেল পাঁচটায় ফল প্রকাশিত হল ভয়ের সত্যি ঘটল।” অভিনেত্রীর পাশে বসে থাকা ক্রিস জেনার তাঁকে সান্ত্বনা দিয়েছেন। ক্রিস বোঝান, কিম সত্যিই কঠোর পরিশ্রম করেছেন, একই সঙ্গে একটি টিভি শো-এও কাজ করছেন। অভিনয় ও আইনের বই একসাথে মুখস্থ রাখা মোটেও সহজ নয়।
পরিবারের সান্ত্বনা ও নিজের অধ্যাবসায়ের মধ্য দিয়ে কিম নতুন বছরের শুরুতে মন ভালো রাখার চেষ্টা করছেন।
এমকে/টিএ