গম্ভীরকে নিয়ে মুখ খুলল বিসিসিআই

ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে যখন চারদিকে আলোচনার ঝড়, তখন কোচিং প্যানেলের নেতৃত্ব নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। ক্রিকেট মহলের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল এক বড়সড় রদবদলের আভাস। সমর্থকদের কৌতূহল আর সংবাদমাধ্যমের জল্পনা যখন তুঙ্গে, তখন পর্দার আড়ালে আসলে কী ঘটছিল? গম্ভীরের বর্তমান অবস্থান এবং বোর্ডের পরবর্তী পদক্ষেপ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাতে অবশেষে মুখ খুলেছে বিসিসিআই।

প্রধান কোচ গৌতম গম্ভীরকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক জল্পনা-কল্পনার অবসান ঘটাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। টেস্ট ক্রিকেটে দলের প্রত্যাশিত ফল না আসায় গম্ভীরকে সরিয়ে দেওয়ার যে গুঞ্জন সংবাদমাধ্যমে ছড়িয়েছিল, তা সরাসরি অস্বীকার করে বোর্ড স্পষ্ট জানিয়ে দিল, কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই।



গত বছর জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই গম্ভীরকে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছে। তার অধীনে ভারত ১৯টি টেস্ট খেলে জয় পেয়েছে মাত্র ৭টিতে। বিশেষত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হার ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে তার কোচিংয়ে ভারত এ পর্যন্ত পাঁচটি টেস্ট হেরেছে যা ভারতের আর কোনো প্রধান কোচের ক্ষেত্রে ঘটেনি। এমনকি ঘরের মাঠে টেস্ট সিরিজে দুবার ধবলধোলাই হওয়ার একমাত্র নজিরও তারই। এই ব্যর্থতার পরই লাল বলের ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণকে কোচ করার গুঞ্জন ওঠে।

তবে, এই সমস্ত জল্পনাকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে বিসিসিআইয়ের শীর্ষ নেতৃত্ব। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, "সংবাদমাধ্যমে প্রধান কোচ গম্ভীরকে নিয়ে যে জল্পনাকল্পনা চলছে, সে বিষয়ে আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও পরিষ্কারভাবে জানিয়েছেন, গম্ভীরকে সরানোর কোনো পরিকল্পনা নেই কিংবা ভারতের জন্য নতুন প্রধান কোচ আনার কথাও ভাবা হচ্ছে না।"

একই সুরে কথা বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে কোচ পরিবর্তনের খবরকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

সাইকিয়া ভারতীয় গণমাধ্যমে এএনআইকে বলেন, "সম্পূর্ণ ভুল খবর। পুরোটাই অনুমানভিত্তিক গুজব। কিছু স্বনামধন্য খবরের এজেন্সিও এটা প্রচার করছে। এর মধ্যে কোনো সত্যতা নেই। বিসিসিআই সরাসরি এই খবর অস্বীকার করছে। মানুষ যা খুশি ভাবতে পারে; কিন্তু বিসিসিআই কোনো পদক্ষেপ নেয়নি। এটা (গম্ভীরকে সরিয়ে দেওয়া) কারও কল্পনার ফসল, যেখানে সত্যতা নেই। অল্প কথায় বলতে পারি, এটা ভিত্তিহীন খবর।"

উল্লেখ্য, ২০২৭ সালের নভেম্বরে গম্ভীরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। বোর্ড মনে করছে, চুক্তির পুরো সময়টাই তিনি কোচের দায়িত্বে বহাল থাকবেন। আপাতত টেস্টের চেয়েও বড় চ্যালেঞ্জ হলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সূর্যকুমার যাদবের তরুণ দল নিয়ে এই টুর্নামেন্টে খেলবেন গম্ভীর।

অন্যদিকে, ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে হলে ভারতকে বাকি নয়টি ম্যাচের মধ্যে অন্তত সাতটিতে জিততে হবে। প্রত্যাশিত ফল না পাওয়ায় গম্ভীরের ওপর চাপ যে অব্যাহত থাকবে, তা বলাই বাহুল্য।


আরআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিউইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করবেন মামদানি Dec 31, 2025
img
ধর্মেন্দ্রের স্মৃতিতে আবেগে ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন Dec 31, 2025
img
'ফ্যাসিবাদের দোসর' সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি এখনো বহাল তবিয়তে ! আন্দোলনে নামবে শিক্ষার্থীরা Dec 31, 2025
img
২৫ লাখ টাকার মালিক নাসীরুদ্দীন পাটওয়ারী, স্বামী-স্ত্রীর মিলে আছে ২২ লাখ টাকার গহনা Dec 31, 2025
img

রয়টার্সকে সাক্ষাৎকার

আমরা সবাই মিলে সরকার চালাবো: জামায়াত আমির Dec 31, 2025
img
পাকিস্তানি ২ তারকার বিয়ের গুঞ্জন Dec 31, 2025
img
নববর্ষ উপলক্ষে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা Dec 31, 2025
img
তারেক রহমানের সম্পদ ২ কোটি টাকার, স্ত্রীর দেড় কোটি Dec 31, 2025
img
বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন কোন ৩ আলেম? Dec 31, 2025
img
নতুন বছরের শুভেচ্ছা বিনিময় পুতিন-জিনপিংয়ের Dec 31, 2025
img
৫০৭ কোটি টাকার সম্পদের মালিক ফেনী-৩ আসনের মিন্টু, বছরে আয় দেড় কোটি Dec 31, 2025
img
ইডেনের পিচকে সন্তোষজনক রেটিং আইসিসির Dec 31, 2025
img
মোহাম্মদ সাহাবুদ্দিন থাকলে ‘জামায়াত’ অস্বস্তি বোধ করবে: রয়টার্সকে জামায়াত আমির Dec 31, 2025
img
জানুয়ারির ১ তারিখকেই কেন বছরের প্রথম দিন ধরা হয়? Dec 31, 2025
img
ঢাকা ত্যাগ করেছেন এস জয়শঙ্কর Dec 31, 2025
img
‘মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব’ বিচ্ছেদের পর সংগীতশিল্পী সালমা Dec 31, 2025
img
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয় ডা. শফিকুর রহমানের Dec 31, 2025
img
‘ক্ষমতার বাইরে থেকেও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রমাণ এই জনসমুদ্র’ Dec 31, 2025
img
হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার Dec 31, 2025
img
রুমিন ফারহানার নামে ধানমন্ডিতে ৫ ফ্ল্যাট ও ৫ কাঠা জমি, হাতে নগদ ৩২ লাখ টাকা Dec 31, 2025