বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপি ও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপের ইসলামিক সেন্টার (সেন্ট্রাল মসজিদ)-এ বাদ আসরের নামাজ শেষে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লিসহ শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
জানাজা শেষে প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার আদায়ের বাস্তবতা শিখেছে। তিনি যে আদর্শ ও পথ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রবাসী সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।
এমআর/টিএ