ফিনল্যান্ডের পুলিশ বুধবার রাশিয়া থেকে যাত্রা করা একটি জাহাজ আটক করেছে। হেলসিংকি থেকে এস্তোনিয়া পর্যন্ত ফিনল্যান্ড উপসাগর দিয়ে যাওয়া একটি পানির নিচের টেলিকম কেবল নষ্ট করার সন্দেহে তারা এটিকে আটক করে। সাম্প্রতিক বছরগুলোতে এই এলাকায় এমন একাধিক ঘটনা ঘটেছে।
সীমান্তরক্ষা কর্তৃপক্ষের বরাতে হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফিটবুর্গ’ নামের মালবাহী জাহাজটি ঘটনাটির সময় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছিল।
হেলসিংকির পুলিশ প্রধান ইয়ারি লিউক্কু সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে আমরা গুরুতর টেলিযোগাযোগ ব্যাহত করা এবং গুরুতর নাশকতা ও নাশকতার চেষ্টার সন্দেহ করছি।’
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার পক্ষ থেকে ‘হাইব্রিড হুমকি’ বেড়েছে বলে ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, এ নিয়ে উদ্বেগও বাড়ছে, যদিও মস্কো তা অস্বীকার করে।
চলতি মাসের শুরুর দিকে ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার বলেন, জোটকে নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য এ ধরনের হুমকির জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।
‘হাইব্রিড হুমকি’ বলতে সামরিক ও অসামরিক কৌশলের সমন্বয় বোঝায়, যা শত্রুপক্ষের নিরাপত্তা দুর্বল করতে ব্যবহৃত হয়।
এর মধ্যে থাকতে পারে সাইবার হামলা, ভ্রান্ত তথ্য প্রচার, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতা, পাশাপাশি ড্রোন বা অনিয়মিত সশস্ত্র গোষ্ঠীর ব্যবহার।
এমআর/টিএ