নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পথচারীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শরিয়তপুরের নরিয়া থানাধীন উপশি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে সুমন মিয়া (৪২) এবং গাজীপুরের কালিগঞ্জ থানাধীন কলাপাটুয়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে হাছান মোহাম্মদ হৃদয় (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহতাব বলেন, ‘এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে ৪-৫ জন তুলে নেওয়ার চেষ্টাকালে আশেপাশের লোকজন তাদেরকে গণধোলাই দেয় এবং দুজনকে আটক করে। পরে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসি। তাদের হেফাজত হতে একটি প্রাইভেট গাড়ি জব্দ করা হয়েছে।’
এসএস/টিএ