এবারের বিপিএলে সবচেয়ে গোছালো ও শক্তিশালী দল মনে করা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সকে। চার ম্যাচে তিন জয়ে শীর্ষে উঠে সেই প্রমাণ দিয়ে ফেলেছে দলটি। সবশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে আকর্ষণীয় জয় পায় তারা। আর এই ম্যাচ জয়ের পর দলকে উজ্জীবিত রাখতে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করলো রাজশাহী।
আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তি দিয়ে রাজশাহী জানাল, ‘রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয়ের পর রাজশাহী ওয়ারিয়র্স বোনাস ঘোষণা করছে।
দলের প্রত্যেক সদস্য- খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের সবার জন্য ১৫ হাজার টাকার বোনাস থাকছে। গতকাল রংপুরের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি এটি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।
এছাড়া ম্যাচসেরা পাফর্ম করা রিপন মন্ডৃলকে দেওয়া হবে এক লাখ টাকার বোনাস। এসএম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহানকে দেওয়া হবে ৫০ হাজার করে টাকা।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রংপুর। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।
এমআর/এসএন