ভালোবাসা কি আজকের দিনে পূর্ণ সময়ের অনুভূতি, নাকি সুবিধেমতো শুরু আর শেষ করা এক ধরনের সম্পর্ক এই প্রশ্নই যেন নতুন করে তুলে ধরল ছবি মন মানে না। নতুন বছরের দ্বিতীয় দিনেই ছবির ঝলক প্রকাশ্যে এনে সম্পর্ক, প্রেম আর অনুভূতির টানাপোড়েনের গল্পের ইঙ্গিত দিলেন হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক ও সৌম্য মুখোপাধ্যায়।
ঝলকের শুরুতেই দর্শকের সামনে সতর্কবার্তা প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেই সতর্কতার মধ্যেই পাহাড়ের কোলে তিন কনভেন্ট স্কুলপড়ুয়া তরুণ-তরুণীর ভালোবাসার গল্প বুনেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বন্ধুত্ব, প্রেম আর মান-অভিমান মিলিয়ে তৈরি হয়েছে এক ত্রিকোণ সম্পর্ক, যেখানে প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কে কার হবে।
ছবির ঝলকেই উঠে আসে এক গভীর উপলব্ধি কাউকে ভালোবাসলে তা বলতে দেরি করা ঠিক নয়, কারণ দেরি হয়ে গেলে অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। সেই অনুভূতির আবহেই দেখা যায় পিতা ও কন্যার সম্পর্কের ছোঁয়াও। শাশ্বত চট্টোপাধ্যায় ও হিয়া চট্টোপাধ্যায়ের পর্দার উপস্থিতি গল্পে যোগ করেছে আলাদা আবেগ। বিশেষ চরিত্রে রুক্মিণী মৈত্রের উপস্থিতিও চমক জাগিয়েছে।
এর আগেই জানা গিয়েছিল, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরেই অভিনয়ে অভিষেক হতে চলেছে শাশ্বতকন্যা হিয়া চট্টোপাধ্যায়ের। তাঁর বিপরীতে রয়েছেন ঋত্বিক ভৌমিক ও সৌম্য মুখোপাধ্যায়। ঝলক দেখে স্পষ্ট, ঋত্বিকের কাছে প্রেম যেন খানিকটা সিনেমার মতো রোম্যান্টিক, আর হিয়ার কাছে ভালোবাসা মানে আগলে রাখা, যত্ন আর বিশ্বাস। সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে আসে সৌম্যর চরিত্র, যে ভালোবাসতে জানে গভীরভাবে। কিন্তু প্রথম প্রেমের স্মৃতি কি সহজে মুছে যায়?
মন মানে না ছবির ঝলক সেই প্রশ্নই রেখে দিল দর্শকের মনে। ত্রিকোণ প্রেমের এই গল্পের পরিণতি জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা। কারণ প্রেম দিবসের ঠিক আগের দিন, তেরো ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিয়া চট্টোপাধ্যায়ের প্রথম ছবি মন মানে না।
আরপি/এসএন