বিপিএলে আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে ঢিাকা ক্যাপিটালসের বিপক্ষে জিতেছে চট্টগ্রাম রয়্যালস। যেখানে উইকেটের পেছনে দাঁড়িয়ে স্টাম্পিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন অ্যাডাম রসিংটন। আজকের ম্যাচে মোট পাঁচটি ডিসমিসালে অবদান রেখেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। এর মধ্যে রানআউট একটি এবং বাকি চারটি স্টাম্পিং। আর তাতেই হয়েছে এক ম্যাচে সর্বোচ্চ স্টাম্পিংয়ের বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টি ফরম্যাটের এক ম্যাচে সর্বোচ্চ স্টাম্পিংয়ের এই রেকর্ডে অবশ্য রসিংটনের আগে আরও ছয় ৬ উইকেটরক্ষক। সমান সংখ্যক স্টাম্প ভেঙে সেই দলে যোগ দিলেন চট্টগ্রাম রয়্যালসের এই ইংলিশ উইকেটরক্ষক। এরপর ব্যাট হাতেও ঝড় তুলেছেন রসিংটন। ৩৬ বলে তিনি ৬০ রানে অপরাজিত থেকে চট্টগ্রামের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
পরবর্তীতে ম্যাচ শেষে বিপিএলে নিজের অভিজ্ঞতা এবং স্টাম্পিংয়ের দারুণ নৈপুণ্য নিয়ে রসিংটন বলেছেন, ‘(বিপিএল) ভালোই যাচ্ছে। সোমবার সকালে এসেই ম্যাচ খেলতে হয়েছে। কিছুদিন ব্যস্ত সময় গেছে শুরুতে। এখানে কিছুটা সময় কাটিয়েছি। মানিয়ে নিয়ে দলে অবদান রাখতে পেরে বেশ ভালো লাগছে।’
স্টাম্পিংয়ে বিপক্ষ দলকে ভোগানোর পেছনে অবশ্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, ‘ভালো ডেলিভারি ছিল। দারুণভাবে স্পিন করেছে বলগুলো, পাশাপাশি ব্যাটাররা পা ক্রিজের বাইরে নিয়ে যাওয়ায়…(আমি স্টাম্পিং করতে পেরেছি)। উইকেটরক্ষক হিসেবে আমরা এগুলোই অনুশীলন করি। যখন এগুলো সব কাজে লাগে, অবশ্যই দারুণ লাগার অনুভূতি।’
এ ছাড়া দর্শকদের উন্মাদনার দিক থেকে নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে বিপিএলের তুলনা করে রসিংটোন বলেন, ‘দারুণ লিগ ছিল। ভালো ছিল গ্রাউন্ড। ক্রিকেটের মানও স্ট্যান্ডার্ড ছিল। দল হিসেবে ভালো করতে পারিনি সেভাবে। তবে দারুণ সাপোর্ট ছিল মাঠ এবং মাঠের বাইরে। এখানেও অনেক ভালো দর্শক ছিল, সেদিক থেকে নেপালের সঙ্গে ভালো মিল রয়েছে।’
আরআই/এসএন