টেইলর-ক্রেমারকে নিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

দীর্ঘ দিন পর আবারও বড় মঞ্চে ডাক পেয়েছেন গ্রেম ক্রেমার। প্রায় সাত বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পরও গত অক্টোবরে ফিরে আসেন, আর সেই ফেরাটাই এবার রূপ নিল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার রূপকথায়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে, যেখানে অভিজ্ঞ এই লেগস্পিনারকে রেখেই চূড়ান্ত স্কোয়াড সাজানো হয়েছে।

৩৯ বছর বয়সী ক্রেমার সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলে ডাক পান। দুই ম্যাচে সাত ওভার বোলিং করে ২ উইকেট নেন তিনি, রান দেন ৪৪। পরিসংখ্যান খুব চমক জাগানো না হলেও, জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্টের চোখে তার অভিজ্ঞতাই ছিল সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চাপের আসরে, এমন একজন ক্রিকেটারের উপস্থিতি দলের জন্য বাড়তি ভরসা।

চোট কাটিয়ে দলে ফিরেছেন আরেক গুরুত্বপূর্ণ সদস্য ব্লেসিং মুজারাবানি। পিঠের চোটের কারণে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি এই লম্বা পেসার। তবে এখন পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। মুজারাবানির ফেরায় জিম্বাবুয়ের পেস আক্রমণ আরও শক্ত হলো। তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি।

দলে জায়গা ধরে রেখেছেন ক্লাইভ মাডান্ডে। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে শন উইলিয়ামসের পরিবর্তে দলে এসেছিলেন তিনি, আর সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন। সাম্প্রতিক ঘরোয়া টুর্নামেন্টে চার ম্যাচে ১৫২ রান করেছেন মাদান্দে, গড় ৭৬.০০ এবং স্ট্রাইক রেট ১৩৮.১৮। সেই পারফরম্যান্সই তাকে বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছে

এই স্কোয়াডের নেতৃত্বে থাকছেন সিকান্দার রাজা। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপরই ভরসা রাখছে জিম্বাবুয়ে। তার সঙ্গে দলে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড নগারাভা। পাশাপাশি ফিরেছেন আরেক অভিজ্ঞ মুখ ব্রেন্ডন টেলর। ক্রেমারের মতো তিনিও সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। দুর্বল দল বতসোয়ানার বিপক্ষে ছাড়া আর ভালো ইনিংস না থাকলেও তিনি টিকে গেছেন বিশ্বকাপ দলে।

ফেরার পর থেকে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেলর, রান করেছেন ২৫১। গড় ২২.৮১, স্ট্রাইক রেট ১৪৪.২৫। তবে এই পরিসংখ্যানের বড় অংশই এসেছে একটি ইনিংস থেকে, যেখানে বতসোয়ানার বিপক্ষে তিনি ১২৩ রান করেছিলেন। ওই ইনিংস বাদ দিলে তার গড় এবং স্ট্রাইক রেট নেমে আসে যথাক্রমে ১২.৮০ ও ১০৬.৬৬-এ। তারপরও অভিজ্ঞতা আর ম্যাচের চাপ সামলানোর ক্ষমতার কারণে তাকে দলে রেখেছে জিম্বাবুয়ে।

বোলিং বিভাগে মুজারাবানির সঙ্গে থাকবেন রিচার্ড গারাভা। দুজনকেই মূল পেস অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। স্পিন আক্রমণে ক্রেমারের পাশাপাশি আরেক অভিজ্ঞ নাম ওয়েলিংটন মাসাকাদজা। সব মিলিয়ে বোলিং আক্রমণে অভিজ্ঞতা আর তারুণ্যের ভালো সমন্বয় রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান। ফেব্রুয়ারি ৯ তারিখ ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বের সব ম্যাচই হবে শ্রীলঙ্কার মাঠে।

সাত বছর পর ফেরা ক্রেমার, চোট কাটিয়ে মুজারাবানির প্রত্যাবর্তন, রাজা-টেলরদের অভিজ্ঞতা—সব মিলিয়ে জিম্বাবুয়ে এবার বিশ্বকাপে নিজেদের সামর্থ্য নতুন করে প্রমাণ করতে চায়। কাগজে-কলমে দলটা হয়তো ফেভারিট নয়, কিন্তু অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরম্যান্সে ভর করে চমক দেওয়ার স্বপ্ন দেখতেই পারে আফ্রিকার এই দলটি।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
অতিরিক্ত বিমান ভাড়া রোধে সরকারী অধ্যাদেশ জারি Jan 03, 2026
img
প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত Jan 03, 2026
img
আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত Jan 02, 2026
img
টেইলর-ক্রেমারকে নিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা Jan 02, 2026
img
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের আহ্বান প্রধান উপদেষ্টার Jan 02, 2026
img
রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদুল্লাহ Jan 02, 2026
img
আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের Jan 02, 2026
img
টেসলাকে পেছনে ফেলে ইভি বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি Jan 02, 2026
img
আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা Jan 02, 2026
img
টাইব্রেকারে নাটকীয় জয়ে জাতীয় কাবাডির ফাইনালে আনসার Jan 02, 2026
img
নির্বাচনে অংশ নিচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি Jan 02, 2026
img
জকসু নির্বাচন বন্ধের জন্য নানা চক্রান্ত চলছে: নুরুল ইসলাম সাদ্দাম Jan 02, 2026
img
‘হ্যাঁ’ ভোট দিলে কী সুবিধা পাবেন, ‘না’ দিলে কী হারাবেন? Jan 02, 2026
img

এনইআইআরে চাঞ্চল্যকর তথ্য

এক আইএমইআইতেই ৩ কোটি ৯১ লাখ সংযোগ! Jan 02, 2026
img
স্টাম্পিংয়ে বিশ্বরেকর্ড গড়ে অনুভূতি প্রকাশ করলেন রসিংটন Jan 02, 2026
img
কুমিল্লায় ৬ সংসদীয় আসনের ১৬ জনের মনোনয়ন বাতিল Jan 02, 2026
img
হলফনামায় প্রতি ভরি স্বর্ণের দাম ১৮ হাজার টাকা দেখালেন প্রার্থী Jan 02, 2026
img
গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ Jan 02, 2026
img
রাশেদ খানের নেই বাড়ি-গাড়ি, স্বর্ণ আছে ৩০ ভরি Jan 02, 2026
img
ভয়ে আছেন অভিনেত্রী মাহিরা! Jan 02, 2026