বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি বিক্রেতার অবস্থান হারালো ইলন মাস্কের টেসলা। বার্ষিক বিক্রিতে প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। সর্বশেষ হিসাব অনুযায়ী, বৈদ্যুতিক গাড়ির বাজারে এখন শীর্ষে রয়েছে চীনা এই কোম্পানি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
টেসলা জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি কমেছে প্রায় ৯ শতাংশ। এ বছর টেসলার মোট বিক্রি দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজার গাড়িতে; যা টানা দ্বিতীয় বছর তাদের ডেলিভারি কমার ইঙ্গিত দিচ্ছে। এই পরিসংখ্যানের ফলে টেসলা পিছিয়ে পড়ে বিওয়াইডির তুলনায়।
অন্যদিকে বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ি বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজারের বেশি। এর মাধ্যমে বৈশ্বিক ইভি বাজারে টেসলাকে ছাড়িয়ে যায় প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকরা বলছেন, টেসলার জন্য ২০২৫ সাল ছিল বেশ কঠিন। নতুন মডেল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে বিতর্ক এবং চীনা নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা—সব মিলিয়ে চাপ বেড়েছে কোম্পানিটির ওপর। বছরের শেষ তিন মাসেই টেসলার গাড়ি বিক্রি কমেছে ১৬ শতাংশ।
সরকারি প্রণোদনা প্রত্যাহারও টেসলার বিক্রি কমার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রে কিছু বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ওপর দেওয়া সর্বোচ্চ ৭ হাজার ৫০০ ডলারের ভর্তুকি তুলে নেওয়ায় গাড়ির দাম বেড়ে যায়। ফলে ক্রেতাদের আগ্রহ কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই পরিস্থিতিতে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা ২০২৬ সালের জন্য টেসলার বিক্রির পূর্বাভাসও কমিয়ে দিয়েছেন, যা কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। একই সময়ে চীনের জিলি, এমজি ও বিওয়াইডির মতো প্রতিষ্ঠান তুলনামূলক কম দামে গাড়ি বিক্রি করে পশ্চিমা ব্র্যান্ডগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।
এবি/টিকে