ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত ১টা থেকে নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভেদরগঞ্জের নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। এতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
ঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, ঘন কুয়াশার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে বলে জানা গেছে।
আরপি/টিকে