দর্শকের ভালোবাসা যে আজও তাঁকে ঘিরে রেখেছে, সে কথা অকপটে স্বীকার করলেন আমির খান। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে যে সিক্যুয়েল জল্পনা ঘুরছে, তা নিয়ে স্পষ্ট অবস্থান নিলেন বলিউডের এই তারকা। তাঁর কথায়, ভক্তদের আবেগ ও প্রত্যাশা তিনি সম্মান করেন ঠিকই, কিন্তু বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেকটাই আলাদা।
আমির জানালেন, এখন পর্যন্ত কোনো সিক্যুয়েলের জন্য তাঁর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। না এসেছে কোনো পূর্ণাঙ্গ চিত্রনাট্যও। তাই যেসব খবর শোনা যাচ্ছে, তার বেশিরভাগই গুঞ্জন মাত্র। তিনি স্পষ্ট করে বলেন, শুধুমাত্র জনপ্রিয়তার জোরে কোনো ছবির পরবর্তী পর্বে কাজ করতে তিনি রাজি নন।
আমিরের মতে, সিক্যুয়েল তখনই অর্থবহ হয়, যখন গল্প সত্যিই অসাধারণ হয় এবং আগের ছবির মানকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। দুর্বল বা জোর করে টেনে নেওয়া গল্পে তিনি বিশ্বাসী নন। তাই দর্শকের ভালোবাসা থাকলেও, সঠিক গল্প ছাড়া সিক্যুয়েলের সম্ভাবনা নেই।
বলিউডে একাধিক সফল ছবির সিক্যুয়েল নিয়ে তাঁর নাম বারবার উঠে এসেছে। কিন্তু প্রতিবারই তিনি বেছে নিয়েছেন নিজের পথ। আমিরের এই বক্তব্য আবারও প্রমাণ করল, বক্স অফিসের হিসাবের চেয়ে গল্প ও মানের দিকেই তাঁর নজর বেশি। আপাতত তাই সিক্যুয়েল নিয়ে উত্তেজনায় জল ঢাললেন অভিনেতা, রেখে দিলেন ভবিষ্যতের দরজা খোলা।
আরপি/টিএ