২ বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিল এসটিসি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী ২ বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)। গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি গতকাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

ভাষণে এসটিসির প্রেসিডেন্ট বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা; আর এ লক্ষ্য অর্জনের জন্য আমরা একটি দুই বছর মেয়াদী রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরুর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।”

“দুই বছর আলোচনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে (স্বাধীনতার প্রশ্নে) আমরা গণভোটের আয়োজন করব।”

তবে সেই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন আইদারুস আল জুবাইদি। ভাষণে তিনি বলেছেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই।

যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায়, অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জনগণ, তাদের ভূমি এবং বাহিনীর ওপর কোনো ধরনের হামলা হয়, তাহলে আমরা দু’বছর অপেক্ষা করব না। তার আগেই স্বাধীনতা ঘোষণা করব। এটি একটি সাংবিধানিক ঘোষণা।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনে রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।

২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। তবে গত প্রায় এক যুগ ধরে চেষ্টার পরও পুরো ইয়েমেন দখল করতে পারেনি হুথি গোষ্ঠী। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি গোষ্ঠী এবং দক্ষিণাঞ্চল আছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের দখলে (ওয়াইপিসি)। সৌদি আরব ও সৌদি নিয়ন্ত্রণাধীন জোট ওয়াইপিসিকে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে ২০১৫ সালে ইয়েমে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানের সময় মিত্র হিসেবে জোটে যোগ দিয়েছিল এসটিসি। পরে অবশ্য তারা জোট থেকে সরে যায়।

এরপর ২০২২ সালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামৌতসহ দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করে এসটিসি। এ সময় আমিরাতের সঙ্গে সঙ্গে তাদের মিত্রতা হয়। গত কয়েক বছর ধরে এসটিসিকে আমিরাত অস্ত্র-রসদ দিয়ে তাদের সহযোগিতা করছে বলে জানা গেছে।

এসটিসির সঙ্গে আমিরাতের আঁতাত সম্প্রতি প্রকাশিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে আমিরাতকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সৌদি। সেই আল্টিমেটাম মেনে ইতোমধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে আমিরাত।

এমআর/টিএ 
 

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, ক্ষোপ প্রকাশ ভারতের সাবেক বিশ্বকাপজয়ীর Jan 03, 2026
img
মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত Jan 03, 2026
কার অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা? Jan 03, 2026
img
২০২৬-এর সবচেয়ে ভিন্ন চলচ্চিত্র অভিজ্ঞতা হতে পারে 'টক্সিক' Jan 03, 2026
img
মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইয়ের হস্তক্ষেপের পরামর্শ মোহাম্মদ কাইফের Jan 03, 2026
img
মালিকপক্ষের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল চেলসি সমর্থকরা Jan 03, 2026
img
২০২৬ সালে চলচ্চিত্রে ফিরছে শাহরুখ, সালমান ও আমির Jan 03, 2026
img
রিয়াল তারকাকে দলে নিতে লড়াইয়ে পিএসজি, আর্সেনাল ও ম্যান সিটি! Jan 03, 2026
img

জয়পুরহাট-২ আসন

বিএনপি প্রার্থী আব্দুল বারীর বার্ষিক আয় ১৫ লাখ Jan 03, 2026
img

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন এখনই ব্লক হচ্ছে না Jan 03, 2026
img
ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে : ডিএমপি কমিশনার Jan 03, 2026
img
রাজশাহীতে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল Jan 03, 2026
img
নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা Jan 03, 2026
img
নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত Jan 03, 2026
img
মেক্সিকোয় ৬.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ২ Jan 03, 2026
img
ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা Jan 03, 2026
img
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ও জামায়াতের দেলাওয়ারের মনোনয়ন বৈধ Jan 03, 2026
img
হালান্ডের সঙ্গে দেখা করে উপহার পেলেন শুভমান গিল! Jan 03, 2026
img
তাসনিম জারার মনোনয়ন বাতিলের কারণ Jan 03, 2026
img

নির্বাচনী হলফনামা

কমেছে আয়, মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ Jan 03, 2026