দীর্ঘদিন পর ২০২৬ সালে বলিউডের তিন মহাতারকা শাহরুখ খান, সালমান খান এবং আমির খান একসঙ্গে নতুন চলচ্চিত্র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ২০১৮ সালে তাদের শেষ সমবেত মুক্তি ভেঙে পড়েছিল, তখন তিনজনেরই ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন।
শাহরুখ খান তার নতুন ছবি ‘কিং’ দিয়ে আসছেন, যেখানে তাকে এক নতুন রূপে দেখা যাবে। সালমান খান ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে সিনেমাপ্রেমীদের সামনে হাজির হতে চলেছেন, যা দেশের সাম্প্রতিক ইতিহাস ও সাহসিকতার গল্প বুনবে। আর আমির খানের ‘হ্যাপি প্যাটেল’ সিনেমা সামাজিক ও পারিবারিক সম্পর্কের গল্পকে কেন্দ্র করে, যেখানে দর্শকরা পাবেন এক অন্যরকম আমির খানের অভিনয়।
তিন খানই এবার সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প, নতুন ধারণা এবং আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে চাইছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, তাদের এই সমবেত মুক্তি ২০১৮ সালের ব্যর্থতার ধাক্কা কাটিয়ে পুনরায় বক্স অফিসে রাজত্বের সম্ভাবনা তৈরি করতে পারে। ফ্যানরা উৎসুক হয়ে থাকলেও প্রশ্ন রইল, ২০২৬ কি সত্যিই সেই বছর হবে যখন বলিউডের কিং খানের পুনরুত্থান ঘটবে?
প্রতিটি সিনেমা যেমন ভিন্ন ধরণের গল্প নিয়ে আসছে, তেমনই তিন খানের অভিনয়, চমকপ্রদ দৃশ্যপট এবং তীক্ষ্ণ বিপণন কৌশল দর্শকদের মন জয় করার প্রস্তুতিতে আছে। বিশ্লেষকরা বলছেন, সফল হলে এটি হবে বলিউডের একটি ঐতিহাসিক বছর।
এমকে/টিএ