কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। কিং খান শাহরুখ খানের বিরুদ্ধে ‘বেইমান’ ও ‘দেশদ্রোহী’ তকমা জুটেছে, এমনকি কিছু মৌলবাদী গোষ্ঠী তাঁর ক্ষতি করার হুমকিও দিয়েছে।
এই বিতর্কের মধ্যে শাহরুখের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বললেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানো ঠিক নয়। মুস্তাফিজুর একজন পেশাদার ক্রিকেটার। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি। আমাদের উচিত উদার হওয়া এবং ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা।”
অন্যদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন, মুস্তাফিজুরকে খেলানো উচিত কি না, তা বিসিসিআইয়ের সিদ্ধান্তে ছোঁড়া উচিত। তিনি বলেন, “বিষয়টি স্পর্শকাতর। বোর্ডের কাছে যথেষ্ট বুদ্ধিমত্তা আছে। সংবাদমাধ্যমেরও উচিত ধৈর্য ধরা এবং আগেভাগেই সিদ্ধান্তে না পৌঁছানো।”
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “এই ইস্যুতে বোর্ড কোনওভাবে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশিদের আইপিএলে খেলার ওপর সরকার থেকে কোনও নিষেধাজ্ঞা নেই। তাই বোর্ডের পক্ষে এখনই কিছু বলা সম্ভব নয়।”
আইপিএলকে ঘিরে এই বিতর্ক ক্রিকেট প্রেমীদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সমর্থক ও সমালোচকের মতামতের ঝড় উঠেছে, এবং বিষয়টি এখন রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে।
এসএস/টিএ