এক ঝলমলে ও স্মরণীয় মুহূর্তে বিশ্ব ক্রীড়ামহলের নজর কাড়লেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক শুভমান গিল এবং ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। শুক্রবার একটি নাইকির প্রোমোশনাল ইভেন্টে দুই সুপারস্টারের সাক্ষাৎ দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ইভেন্টে সাদা নাইকি কিটে হাজির হয়ে দু’জন একে অপরের সঙ্গে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হালান্ড নিজের সই করা ফুটবল বুট উপহার দেন গিলকে, যা পেয়ে ভারতীয় অধিনায়ককে বেশ আবেগাপ্লুত দেখায়।
অন্যদিকে, গিলের হাতে দেখা যায় নরওয়ে জাতীয় দলের জার্সি, যা দুই ভিন্ন খেলাধুলার তারকার পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। গিলও পাল্টা উপহার দিয়ে সৌহার্দ্যের জবাব দেন।
এটি তাদের প্রথম দেখা নয়। ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর গিল সফর করেছিলেন ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে।সেখানেই তিনি হালান্ড ও কেভিন ডি ব্রুইনার সঙ্গে দেখা করেন, যখন সিটি ঐতিহাসিক ট্রেবল জয়ের উদযাপনে ব্যস্ত।
বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ২৫। নরওয়ে ইতিমধ্যেই ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, যেখানে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন হালান্ড।
অন্যদিকে, ২০২৫ সাল শুবমান গিলের জন্য ছিল রেকর্ডভাঙা। টেস্ট ক্রিকেটে বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া থেকে শুরু করে ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হিসেবে একের পর এক ইতিহাস গড়েছেন তিনি। সামনে গিলকে দেখা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্ব দিতে।
এমআই/টিকে