খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (৪২) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রূপসা উপজেলার রাজাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এম এম আল-বেরুনী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১টায় ফারুক হোসেন রূপসা থানার রাজাপুর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে এসে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এম এম আল-বেরুনী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে গুলির কারণ ও দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।
আরপি/টিকে