নতুন বছরের শুরুতেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল একেবারে নতুন জুটি। এই প্রথমবার পর্দা ভাগ করতে চলেছেন রানী মুখার্জি ও ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। দীর্ঘদিন ধরে দর্শকের কৌতূহল ছিল, আদৌ কি কখনো একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
শোনা যাচ্ছে, অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ও এম জি’-এর তৃতীয় কিস্তিতেই প্রথমবার জুটি বাঁধবেন রানী মুখার্জি ও অক্ষয়। এর আগের দুই পর্ব দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সমাজ, বিশ্বাস আর প্রশ্নের মেলবন্ধনে তৈরি এই ছবির ফ্র্যাঞ্চাইজি বরাবরই আলাদা গুরুত্ব পেয়েছে। তাই তৃতীয় পর্ব নিয়েও প্রত্যাশার পারদ তুঙ্গে।
বলিউড সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হবে শুটিং। নির্মাতারা এই নতুন কিস্তি নিয়ে বেশ আশাবাদী, কারণ একদিকে রয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শক্ত ভিত, অন্যদিকে বলিউডের দুই হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রীর প্রথমবারের পর্দা ভাগাভাগি।
অক্ষয়ের কাছেও এই ছবি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম দুই ছবির সাফল্যের পর তৃতীয় কিস্তিতে কোনো ঘাটতি রাখতে চান না তিনি। আর রানি মুখোপাধ্যায়ের সংযোজন ছবিটিকে দেবে নতুন মাত্রা এমনটাই মনে করছেন অনুরাগীরা। বহুদিন পর বড় পরিসরের একটি বাণিজ্যিক ছবিতে তাঁর উপস্থিতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ‘ও এম জি ৩’ ঘিরে তৈরি হয়েছে জল্পনা, উত্তেজনা আর অপেক্ষা।রানী মুখার্জি ও অক্ষয়ের এই নতুন যুগলবন্দি শেষ পর্যন্ত দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটাই দেখার।
আরপি/টিকে