বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে কিছু অন্তরঙ্গ মন্তব্য করেছেন। দীর্ঘদিন ধরে পর্দায় নিয়মিত সাফল্য উপহার দেওয়া এই তারকা জানালেন, তাঁর কাছে সাফল্য কোনো অতিমানবীয় বিষয়। তবে সাফল্যের সঙ্গে ব্যর্থতাকেও সমানভাবে গ্রহণ করতে হবেন এটাই তাঁর জীবন দর্শন।
ঋত্বিক বলেন, সব কাজে সাফল্য পাওয়া সম্ভব, কিন্তু কখনও ব্যর্থ হলে তা সামলানো আরও গুরুত্বপূর্ণ। তাই তিনি নিজের জন্য এক ধরনের নীতি নিয়েছেন সাফল্য বা ব্যর্থতা যাই হোক, উভয়কেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলতে হবে। তাঁর এই দৃষ্টিভঙ্গি শুধু অভিনেতা হিসেবে নয়, ব্যক্তিগত জীবনে ও অনুরাগীদের কাছে প্রেরণার এক সুত্র হিসেবে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেছেন, জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষা। সাফল্য পাওয়াটাই যে সবকিছুর মানদণ্ড নয়, ব্যর্থতাকেও সমানভাবে গ্রহণ করার ক্ষমতা থাকাটা আরও বড় বিষয়। এই চিন্তাধারা দর্শক ও সহকর্মীদের মধ্যে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে।
ঋত্বিকের এই বক্তব্য পর্দার বাইরেও অনুরাগীদের মনে এক প্রেরণার বার্তা জাগাচ্ছে। একদিকে সাফল্য উপভোগের আনন্দ, অন্যদিকে ব্যর্থতাকে স্বাভাবিকভাবে নেওয়ার মানসিকতা দু’টোই তাঁর পথ চলার অংশ। তাই এখন তিনি শুধু অভিনেতা নয়, জীবনদর্শনের একজন প্রেরণামূলক উদাহরণ হিসেবেও সমাদৃত হচ্ছেন।
আরপি/টিএ