বছরের শুরুতেই হলিউডে নেমে এল শোকের ছায়া। প্রখ্যাত অভিনেতা টমি লি জোন্সের মেয়ে ভিক্টোরিয়া জোন্সের রহস্যমৃত্যুর খবরে স্তব্ধ বিনোদন জগৎ। একটি হোটেলের পনেরো তলা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে। ভোররাতে তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে জানা গেছে। ঠিক কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের ওই তলায় ভিক্টোরিয়ার দেহ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। আপাতত মৃত্যুর কারণ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কোনো কারণ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ভিক্টোরিয়া জোন্স শুধু তারকা সন্তানের পরিচয়েই সীমাবদ্ধ ছিলেন না। তিনি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাবার অভিনীত জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিরিজের দ্বিতীয় পর্বে একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পর্দার আড়ালে তাঁর জীবন ছিল অনেকটাই ব্যক্তিগত, তাই হঠাৎ এই মৃত্যুর খবর আরও বেশি করে বিস্মিত করেছে অনুরাগীদের।
টমি লি জোন্স দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। সেই অভিনেতার পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় সহমর্মিতা জানাচ্ছেন সহকর্মী ও অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শোকবার্তায় ভরে উঠছে ভক্তদের প্রতিক্রিয়া।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিক্টোরিয়া জোন্সের মৃত্যুর রহস্য ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিনোদন দুনিয়া এখন অপেক্ষায়, কবে সামনে আসবে এই ঘটনার প্রকৃত কারণ।
আরপি/টিএ