প্রেম, বিচ্ছেদ আর সম্পর্ক সবকিছু নিয়েই বারবার চর্চায় আমির খান। দু’দু’বার বিবাহবিচ্ছেদের পরেও জীবনে ভালোবাসা ও সহমর্মিতার জায়গা যে অটুট থাকে, সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানালেন আমির।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির প্রশ্ন তুলেছেন, বিবাহবিচ্ছেদ হলেই কি দু’জন মানুষকে শত্রু হয়ে যেতে হয়। তাঁর কথায়, সম্পর্ক ভেঙে গেলেও মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধা হারিয়ে যাওয়ার কোনও মানে নেই। কিরণের প্রসঙ্গে আমির বলেন, তাঁর জীবনে কিরণের মতো মানুষের উপস্থিতি তিনি সৌভাগ্য বলেই মনে করেন। বিচ্ছেদের পরেও সেই সম্পর্ক আজও জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।
কিরণ রাও আমিরের ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং পরিণয়ে বাঁধা পড়া। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্র, একসঙ্গে বহু সৃষ্টিশীল কাজ করেছেন তাঁরা। আমিরের স্বীকারোক্তি, সেই যৌথ পথচলা আজও শেষ হয়নি। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার ইচ্ছা ও মানসিক সংযোগ তাঁদের মধ্যে অটুট থাকবে।
কিরণও আগের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যৌথ সম্মতিতেই বিচ্ছেদ হলেও তাঁদের সম্পর্কের ভিত আজও মজবুত। সম্পর্কের ধরন বদলেছে, কিন্তু বন্ধুত্ব অটুট। নিজেদের এখনও এক পরিবার বলেই ভাবেন তাঁরা। পারস্পরিক স্বচ্ছন্দ্য ও বিশ্বাসের প্রমাণ মিলেছে বহুবার, এমনকি মেয়ের বিয়েতেও তাঁদের আচরণে সেই ঘনিষ্ঠতার ছাপ স্পষ্ট ছিল।
নতুন প্রেমজীবনে পা রেখেও অতীত সম্পর্ককে সম্মান জানাতে দ্বিধা নেই আমিরের। তাঁর বক্তব্য যেন একটাই বার্তা দেয়—বিচ্ছেদ মানেই সম্পর্কের মৃত্যু নয়, বরং তা নতুন রূপে বাঁচতেও পারে।
আরপি/টিএ