বলিউড কিং শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তদের জন্য একটি অন্তরঙ্গ বার্তা শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “অন্যদের সঙ্গে তেমন আচরণই করো, যেমনটা তুমি পেতে চাও। জীবনে ব্যর্থতা অনেক আসবে, সাফল্য আসবে খুব কম। তাই ব্যর্থতার দিনগুলোতে আপনজনদের কথা আরও বেশি করে মেনে চলো। আর প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা নিজের সঙ্গে একাকী কাটাও। কারণ, নিজের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই।”
শাহরুখের এই বার্তায় দর্শকরা তাঁর মানবিক দিক এবং জীবন দর্শনের সঙ্গে আরও একবার পরিচিত হয়েছেন। বিশেষ করে জীবনের ওঠাপড়ার সময় কীভাবে নিজের ভাবমূর্তি বজায় রাখতে হবে এবং নিজের মানসিক শান্তির জন্য একাকীত্বের প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। ভক্তরা এই পোস্টে বিশেষভাবে প্রশংসা করেছেন, তিনি শুধু একজন তারকা নয়, বরং জীবনের পাঠও শেয়ার করছেন।
শাহরুখের এই অন্তরঙ্গ পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে হাজার হাজার মানুষ মন্তব্য করছেন, যেগুলোতে তাঁকে জীবনের দিকনির্দেশনা এবং প্রেরণামূলক কথার জন্য ধন্যবাদ জানাচ্ছেন।
এছাড়া কিছু অনুরাগী লিখেছেন, শাহরুখের মতো একজন অভিজ্ঞ অভিনেতা জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলে তাদের জীবনেও অনুপ্রেরণা জাগে। বিশেষ করে নতুন বছর শুরুতে তাঁর এই বার্তা অনেকে নতুন বছরের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রেরণাদায়ী হিসেবে গ্রহণ করছেন।
শাহরুখের এই বার্তা আবারও প্রমাণ করলো যে, বলিউড কিং হওয়া মানেই শুধু ক্যামেরার সামনে নয়, বরং দর্শক হৃদয়ে প্রভাব ফেলার ক্ষমতাও তাঁর আছে।
আরপি/টিএ