বলিউডের প্রেক্ষাগৃহে একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছেন দর্শকরা। ১৯৯৭ সালের ১৩ জুন মুক্তি পাওয়া জেপি দত্ত পরিচালিত ‘বর্ডার’ ছবির সিক্যুয়েল এবার চলতি বছরের ২৩ জানুয়ারি আসছে পর্দায়। ছবির গানমুক্তি অনুষ্ঠানে হাজির ছিলেন সানি দেওল, বরুণ ধবন, অহান শেট্টী এবং পুরো টিম। তবে অনুষ্ঠানটিতে সবচেয়ে নজর কেড়েছেন সানি।
এমন পরিস্থিতিতে, বাবা ধর্মেন্দ্রের প্রসঙ্গ উঠতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন সানি। সানির কথায়, “আমি আমার বাবার ‘হাকিকত’ ছবি দেখে ভেবেছিলাম, এ রকম একটা ছবি করতে চাই। তখন জেপি দত্তকে আমি প্রস্তাব দিই। ব্যস! এর থেকে বেশি কিছু বলতে চাই না, আমার মাথার ঠিক নেই।” বাবা ধর্মেন্দ্রের প্রয়াণের পর এই প্রথম প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে হাজির হলেন সানি, তাই আবেগ আরও দৃঢ়ভাবে প্রকাশ পেল।
বর্ডার ২ ছবির প্রেক্ষাপট রাজস্থানের সীমান্তবর্তী শহর লঙ্গেওয়ালায় ভারত-পাকিস্তানের সম্মুখসমর। প্রথম ছবির বিখ্যাত গান ‘ঘার কাব আয়োগে’-এর পুনর্নির্মিত সংস্করণও প্রথমবার ওই শহরে প্রকাশিত হয়েছে। সানির কথায়, ছবিতে কাজ করার নেপথ্য রয়েছে তাঁর পিতা ধর্মেন্দ্র।
প্রথম ‘বর্ডার’-এর মতোই দ্বিতীয় পর্বের গল্পও দেশাত্মবোধক এবং দেশপ্রেমে পরিপূর্ণ। দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সিনেমার মুক্তির জন্য, যেখানে সানি দেওলের আবেগ এবং বাবা ধর্মেন্দ্রের স্মৃতির ছোঁয়া ছবির প্রতি কৌতূহল আরও বাড়াচ্ছে।
আরপি/টিএ