মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ (শনিবার) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল- মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’



এর আগে মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছিলেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরোনো। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগে সেই আগুনে জ্বলছে দেশ দুটির ক্রিকেটীয় সম্পর্কও। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯.২০ কোটি রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছেন মুস্তাফিজ। এর আগে তিনি আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন। কিন্তু এবার ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে ৩০ বছর বয়সী এই তারকার জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল।

মুস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতার মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানকেও ছাড়েননি উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না- এটা আমার প্রতিজ্ঞা।

শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।’

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান 'বিপজ্জনক নজির': জাতিসংঘ Jan 04, 2026
img
মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন‍্যাক্কারজনক: ফারুকী Jan 04, 2026
img
ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয় Jan 04, 2026
img
পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, গুলিবিদ্ধ একাধিক সেনা Jan 04, 2026
img
ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা চীনের Jan 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট Jan 04, 2026
img
ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের Jan 04, 2026
img
ভেনেজুয়েলা চালাবে আমেরিকা : ট্রাম্প Jan 04, 2026
img
মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ Jan 04, 2026
img
মাহদী হাসান গ্রেপ্তার: হবিগঞ্জের পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবি বৈছাআ'র Jan 04, 2026
img
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ করেছি তথ্য উপদেষ্টাকে : আসিফ নজরুল Jan 04, 2026
img
ভারত ইস্যুতে আগামীকাল আইসিসিকে চিঠি দেবে বিসিবি Jan 03, 2026
img
ভারত শত্রুর আসনে বসাবে আর আমরা বিশ্বকাপ খেলতে যাব, তা হবে না : কোয়াব সভাপতি মিঠুন Jan 03, 2026
img
কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু Jan 03, 2026
img
দরকার হলে আইসিসিতে যোগাযোগ করব: বিসিবি সভাপতি Jan 03, 2026
img
নিউইয়র্কের ষ্টুয়াৰ্ট বিমানবন্দরে নামানো হবে মাদুরোকে Jan 03, 2026
img
বার্নাবেউয়ের মঞ্চে চমক দিতে প্রস্তুত রিয়াল বেতিস Jan 03, 2026
img
মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের: মদনলাল Jan 03, 2026
img
মোস্তাফিজকে বাতিলের প্রতিবাদে ঢাবির হলে ভারতের খেলা দেখায় নিষেধাজ্ঞা Jan 03, 2026
img
আটক মাদুরোর চোখে মাস্ক, কানে হেডফোন Jan 03, 2026