বগুড়ার আদমদীঘি উপজেলায় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকার বড় আখিড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশায় করে ওই তিনজন যাত্রী মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় সড়কে ঘন কুয়াশা বিরাজ করছিল। অটোরিকশাটি বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি নওগাঁগামী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় মিজু আহমেদকে উদ্ধার করেন স্থানীয়রা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের স্বজনরা মামলা না করায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরপি/টিএ