বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় বোর্ডের সমালোচনা করলেন দেশটির কংগ্রেস সাংসদ শশী থারুর।
তিনি মনে করেন, রাজনীতির সঙ্গে ক্রিকেটকে জড়ানো উচিত নয়। তাছাড়া মোস্তাফিজও কোনো ঘৃণ্য কাজের সঙ্গে সম্পৃক্ত নন যে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে হবে।
সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে উঠে পড়ে লেগেছে ভারতের উগ্রবাদী কয়েকটি গোষ্ঠী। তাকে দলে ভেড়ানোয় হুমকি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে। এমনকি টাইগার পেসারকে খেলালে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দিয়েছে উগ্রবাদীরা।
এর মধ্যে শনিবার (৩ জানুয়ারি) মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে এ নিয়ে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাংসদ শশী থারুর। তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।’
গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত করেছিল। তবে রেকর্ড মূল্যে দল পেয়েও এবার তার আইপিএল অংশগ্রহণ শঙ্কায়। এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে আট মৌসুম খেলেছেন তিনি।
এমআই/টিকে