২০২৬ সালের আগেই বলিউডে বিতর্কের সৃষ্টি করল সানি লিওনের পরিকল্পিত নতুন বছরের অনুষ্ঠান। উত্তর প্রদেশের মথুরায় একটি স্থানীয় বারের আয়োজন ছিল নতুন বছরের উদযাপন, যেখানে দর্শকদের জন্য থাকছিল বলিউড গ্ল্যামার। তবে ধর্মীয় সংগঠন শ্রী কৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাস এই উদযাপনকে পবিত্র ব্রজ ভূমির সঙ্গে অযথাযথ বলে অভিহিত করে।
সংগঠনটির অভিযোগ ছিল, মথুরা যা ভগবান কৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত এ ধরনের অনুষ্ঠান উপযুক্ত নয়। তাদের আবেদন পাওয়ার পর জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয়। পাশাপাশি, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা যেমন গিরিরাজ সিং এবং দিনেশ ফলহারি ধর্মাচার্য উত্তর প্রদেশ সরকারের পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মথুরার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মর্যাদা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।
ঘটনাটি আবারও আলোচনায় নিয়ে এসেছে দীর্ঘদিনের বিতর্ক ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতি বনাম আধুনিক বিনোদন। বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল অঞ্চলে ভবিষ্যতে বিনোদন আয়োজনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।
এমকে/টিএ