টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না রবিচন্দ্রন অশ্বিন!

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিরুদ্ধে সুর চড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক স্পিনারের দাবি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না ক্রিকেটপ্রেমীরা। ঘন ঘন মেগা ইভেন্ট হওয়ায় আকর্ষণ হারাচ্ছে বিশ্বকাপ। এ জন্য আইসিসির পরিকল্পনাকে দুষলেন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কী বাত’-এ আইসিসিকে একহাত নিয়েছেন অশ্বিন। তিনি বলেন, ‘এবার কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না। বিশ্বকাপের শুরুর দিকে খেলাগুলো দেখুন। ভারত-আমেরিকা, ভারত-নামিবিয়া! এই সব ম্যাচের প্রতি দর্শকদের আকর্ষণ থাকে না। ভারত প্রথম দিকের ম্যাচগুলো ইংল্যান্ড বা শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে খেললেও একটা আকর্ষণ থাকত।’ দলের সংখ্যাবৃদ্ধিকেও ভালোভাবে নিচ্ছেন না অশ্বিন। তার বক্তব্য, ‘দলের সংখ্যা বাড়িয়ে দেওয়ায় প্রতিযোগিতার মান কমছে। দলগুলোর মানের পার্থক্য অনেক বেড়ে গিয়েছে। এভাবে আকর্ষণ ধরে রাখা যায় না।’

ঘন ঘন বড় মাপের প্রতিযোগিতার বিরুদ্ধে অশ্বিন। সাবেক অফ স্পিনার কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘আগে চার বছর অন্তর বিশ্বকাপ হতো। প্রতিযোগিতার একটা আকর্ষণ থাকত। উত্তেজনা থাকত। এখন প্রতিবছরই আইসিসির প্রতিযোগিতা হচ্ছে। ঘন ঘন প্রতিযোগিতা হওয়ায় আকর্ষণ হারাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘আমি স্কুলে পড়ার সময় বিশ্বকাপ এত ঘন ঘন হত না। ১৯৯৬, ১৯৯৯, ২০০৩। নির্দিষ্ট সময় অন্তর বিশ্বকাপ দেখতাম আমরা। বিশ্বকাপের কার্ড সংগ্রহ করতাম। সূচি টাঙিয়ে রাখতাম দেওয়ালে। কত উত্তেজনা থাকত।’ অশ্বিনের যুক্তি, ‘একের পর এক প্রতিযোগিতায় ক্রিকেটপ্রেমীরা মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। বেশি দিলে আগ্রহ বাড়ে না। বরং কমে।’

ক্রিকেটের প্রসারের বিরুদ্ধে নন অশ্বিন। তার মতে, বিশ্বকাপে দল বৃদ্ধি ক্রিকেটের প্রসারের পদ্ধতি হতে পারে না। তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু বিশ্বকাপের মান বিসর্জন দিয়ে এটা করতে হবে? প্রতিযোগী দলগুলোর ভারসাম্য না থাকলে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতারও আকর্ষণ ধরে রাখা যাবে না।’

২০২৭ সালের বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান অশ্বিন। তিনি বলেছেন, ‘জানি না আগামী বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ কী। বিজয় হাজারে ট্রফির কিছু ম্যাচ দেখেছি। অনেক খেলোয়াড়ের মানসিকতা ৫০ ওভারের ম্যাচের মতো নয়। দ্রুত বদলে যাচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা এবার খেলেছে। মানুষের মধ্যেও বিজয় হাজারে ট্রফি নিয়ে ভালো উৎসাহ দেখা গিয়েছে। খেলোয়াড় কখনও খেলার চেয়ে বড় হতে পারে না। তবু কোনও কোনও সময় কিছু খেলোয়াড়ের জন্যও প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে ওঠে। এবারের বিজয় হাজারেই তার প্রমাণ। না হলে ঘরোয়া প্রতিযোগিতা কত জন দেখেন? কিন্তু কোহলি-রোহিত এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলে কী হবে জানি না।’

প্রসঙ্গত, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। 

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রিয় মানুষটি পাশে না থাকলে পৃথিবীটা যে শূন্য মনে হয়: হুমায়ুন ফরিদী Jan 07, 2026
img
ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প Jan 07, 2026
img

জকসু নির্বাচন

৬ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির Jan 07, 2026
img
ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন বেন স্টোকস Jan 07, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল বন্ধ Jan 07, 2026
img
জকসু নির্বাচন: চার কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল, জিএস পদে এগিয়ে আলিম Jan 07, 2026
img

জকসু নির্বাচন

৪ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির Jan 07, 2026
img
সহিংসতা বন্ধে সরকার কিছু করতে পারছে না: দেবপ্রিয় ভট্টাচার্য Jan 07, 2026
img
বিয়ে নিয়ে শ্রদ্ধা কাপুরের জবাবে তোলপাড় নেটদুনিয়া Jan 07, 2026
img
শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস Jan 07, 2026
img
নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক: আসিফ মাহমুদ Jan 07, 2026
img
ইইউ প্রতিনিধিদলের সাক্ষাতে দেশের জন্য সহযোগিতা চাইলেন তারেক রহমান Jan 07, 2026
img
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান ১৯তম Jan 07, 2026
img
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে Jan 07, 2026
img
ইইউসহ ৫ সংস্থা ও ৩০ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ Jan 07, 2026
img
বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় : মোশাররফ Jan 07, 2026
img
ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা ট্রাম্পের Jan 07, 2026
img
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস Jan 07, 2026
img
জকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে Jan 07, 2026
img
গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও ভাবছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস Jan 07, 2026