ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর চেয়েও চড়া মূল্য দিতে হতে পারে দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে। সম্প্রতি 'দ্য আটলান্টিক' ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
রবিবারের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজটি না করেন, তবে তাকে মাদুরোর চেয়েও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন মার্কিন বাহিনী কারাকাস থেকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে। এই ঘটনার পর শুরুতে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজের প্রশংসা করেছিলেন।
কিন্তু পরবর্তীতে রদ্রিগেজ যখন ঘোষণা দেন যে ভেনেজুয়েলা তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে, তখনই ট্রাম্পের অবস্থান কঠোর হয়।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ কোর্সে যাওয়ার সময় টেলিফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি (রদ্রিগেজ) যদি সঠিক কাজটি না করেন, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।
মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ম্যাগাজিনটিকে বলেন, সেখানে পুনর্গঠন বা ক্ষমতার পরিবর্তন আপনি যা-ই বলুন না কেন, বর্তমান পরিস্থিতির চেয়ে ভালো কিছুই হবে। পরিস্থিতি এর চেয়ে খারাপ আর হতে পারে না।
তথ্যসূত্র রয়টার্স
পিএ/টিকে