নতুন বছরের শুরুতেই ফের আলোচনায় দেবলীনা ভট্টাচার্য। ছোটপর্দার এই অভিনেত্রী কখনও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকেন, কখনও আবার সামাজিক বা রাজনৈতিক বিষয়ে মতামতের জন্য।
এ বার তিনি সরাসরি তোপ দাগলেন উমর খালিদ ও শারজিল ইমামের সমর্থকদের। সদ্য দেশের শীর্ষ আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে। এর পরেই দেশের কিছু মানুষ তাঁদের সমর্থনে সমাজমাধ্যমে বক্তব্য রাখেন। নেটাগরিকদের সেই সব মন্তব্য দেবলীনার চোখে পড়তেই তিনি প্রতিক্রিয়া জানান। ইমামের একটি পুরোনো ভিডিয়ো ফের ভাগ করে নেন সমাজমাধ্যমে। তার পরে লেখেন, “আক্ষরিক অর্থেই ভারত বিশ্বাসঘাতকে ভরে গিয়েছে! তাঁরা ইমামদের মতো বিশ্বাসঘাতকদের সমর্থন করছেন। মানুষ পড়াশোনা করেও উগ্র মানসিকতা কাটিয়ে উঠতে পারে না।”
প্রসঙ্গত, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রকর্মী এবং প্রাক্তন গবেষক উমর খালিদ ও শারজিল ইমাম ২০২০ সাল থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। নতুন বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাঁদের জামিন আবেদন খারিজ করে দেয়। খবর ছড়াতে নেটাগরিকেরা বিষয়টি সম্বন্ধে মিশ্র প্রতিক্রিয়া জানান। কিছু মানুষ খালিদ ও ইমামকে সমর্থন করেন। যদিও অধিকাংশের মতে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই সঠিক।
প্রতিক্রিয়া জানানোর সঙ্গে সঙ্গেই দেবলীনার উদ্দেশেও ধেয়ে এসেছে নানা বক্তব্য। কেউ লিখেছেন, “অকপটে মতামত জানানোর জন্য কুর্নিশ! রুপোলি পর্দার অভিনেতারা সহজে নিজের বক্তব্য জানান না।” কারও মতে, “আপনি সম্ভবত বলিউডের একমাত্র অভিনেত্রী, যাঁর মধ্যে জাতীয়তাবাদ নিয়ে কথা বলার সাহস রয়েছে।” পাশাপাশি, হিন্দু ব্রাহ্মণ হয়েও মুসলিমকে বিয়ে করার কটাক্ষ এ দিনও তাঁর পিছু ছাড়েনি। সে কথা মনে করিয়ে দিয়ে কেউ কেউ তাঁকে মুখ বন্ধ রাখার পরামর্শও দিয়েছেন।
এসএন