সব খেলোয়াড়দের জীবন এক হয় না : নাঈম

বাংলাদেশ ক্রিকেটে সুযোগের সমতা নিয়ে দীর্ঘদিনের আলোচনা নতুন মাত্রা পেল রংপুর রাইডার্সের স্পিনার নাঈম হাসানের সাম্প্রতিক মন্তব্যে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি অকপটে স্বীকার করেছেন যে, সব ক্রিকেটারের জীবন একরকম হয় না এবং কেউ বেশি সুযোগ পায়, আবার কেউ কম। চোট কাটিয়ে ৭ জানুয়ারি দলের সাথে যোগ দেওয়ার পর নাঈম এই মন্তব্য করেন, যা অনেক তরুণ ক্রিকেটারের মনের কথাকেই যেন তুলে ধরেছে।

নাঈম হাসান জানান, চোটের কারণে তিনি এতদিন অনুশীলন করতে পারেননি। তবে দলের সাথে যোগ দেওয়ার পর তিনি নিজের শতভাগ দিয়ে খেলার জন্য প্রস্তুত। এই চোটের কারণে তিনি বিপিএলের শুরু থেকেই দলের বাইরে ছিলেন।

দলের ভারসাম্য রক্ষা এবং কৌশলগত কারণে অনেক সময় যোগ্য খেলোয়াড়কেও বাইরে থাকতে হয়। এটি আধুনিক ক্রিকেটের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে দলগত পারফরম্যান্সকে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

সুযোগের প্রসঙ্গে তিনি বলেন, "টিম ম্যানেজমেন্ট দলের ভালো সমন্বয়ের কথা চিন্তা করে, যার জন্য হয়তো অনেক সময় মাঠের বাইরে থাকতে হয়। আর আমি যখন খেলি তখন চেষ্টা করি নিজের শতভাগ দিয়ে দলকে ভালো অবদান রেখে ম্যাচ জেতানোর জন্য।"

অফস্পিনার হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নাঈম সতীর্থ শেখ মেহেদীর উদাহরণ টানেন। তিনি বলেন, "দেখেন সাধারণভাবে চিন্তা করেন, শেখ মেহেদী ভাইও ট্রাডিশনাল অফস্পিনার, উনিও খেলছেন। এখন দলের যে চাহিদা থাকে সেটা যদি আমি পূরণ করতে পারি তাহলে ভালো। আর চ্যালেঞ্জ তো সব খেলার মধ্যেই আছে। ওই চ্যালেঞ্জটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।"



সুযোগের অসমতা নিয়ে তার মন্তব্য ছিল অত্যন্ত বাস্তবসম্মত। ক্রিকেট ক্যারিয়ারে সুযোগ পাওয়া এবং তা কাজে লাগানো অনেক সময় ভাগ্যের ওপরও নির্ভর করে। নাঈম হাসানের মতো খেলোয়াড়দের জন্য তাই সবসময় প্রস্তুত থাকাটা অপরিহার্য।

নাঈম বলেন, "আসলে সব খেলোয়াড়ের জীবন এক হয় না। কেউ সুযোগ বেশি পায় আর কেউ কম পায়। এখন আমার জন্য বিষয়টি কঠিন, আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগ পাই যেন আল্লাহর রহমতে ভালো খেলতে পারি; একটা সময় এসে দেখা যাবে আমি বেশি সুযোগ পাব ইনশাআল্লাহ।"

বাংলাদেশ জাতীয় দলে কেবল লাল বলেই সুযোগ পান নাঈম। টেস্ট ক্রিকেট ছাড়া আর আন্তর্জাতিক অঙ্গনের অন্য কোনো ফরম্যাটে বিচরণ নেই তার। তবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাঈম হাসান জানান, তিনি তিন ফরম্যাটের ক্রিকেটই খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন।

তিনি বলেন, "না আসলে কে কী মনে করে সেটা আমি চিন্তা করি না। আমি চিন্তা করি আমি তিন ধরনের ক্রিকেটেই (ফরম্যাট) খেলব। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। ইনশাআল্লাহ যখন আল্লাহ সুযোগ দেবেন তখন আমি নিজেকে প্রমাণ করলে শেষ পর্যন্ত সবাই বলতে পারবে যে আমি সব ধরনের ক্রিকেটের জন্যই যোগ্য ইনশাআল্লাহ।"

নাঈম হাসানের এই বক্তব্য বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ বণ্টন এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। তার এই অকপট স্বীকারোক্তি অনেক তরুণ ক্রিকেটারেরই প্রতিচ্ছবি, যারা সীমিত সুযোগের মধ্যেও নিজেদের প্রমাণ করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
এক বছরে সব সংস্কার হলে সরকারের মেয়াদ ৫ বছর হতো না: রিজওয়ানা হাসান Jan 09, 2026
img
যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ নতুন রূপে রুক্মিণী বসন্ত Jan 09, 2026
img
গাবতলী-ডেমরা মেট্রোরেলের কাজ চূড়ান্ত করতে ঢাকায় আসছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল Jan 09, 2026
img
মাঠে ভিনিসিয়ুসকে সিমিওনের খোঁচা, ক্ষুব্ধ রিয়াল কোচ জাবি Jan 09, 2026
img
মহাবিশ্বের অদ্ভুত ও নতুন ধরনের বস্তু ‘ব্যর্থ ছায়াপথ’ Jan 09, 2026
img
কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা Jan 09, 2026
img
রাজনৈতিক বন্দিদের মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলা Jan 09, 2026
img
তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সি’র ব্যাপার : ট্রাম্প Jan 09, 2026
img
গোল্ডেন গ্লোবে ইতিহাস গড়লেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া Jan 09, 2026
img
যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে : কলম্বিয়ার প্রেসিডেন্ট Jan 09, 2026
img
খুলনায় সিলিন্ডার গ্যাসের সংকট কাটেনি, বিক্রি হচ্ছে বাড়তি দামেই Jan 09, 2026
img
এলপিজি উদ্যোক্তাদের গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি Jan 09, 2026
img
আজ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস Jan 09, 2026
img
নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা Jan 09, 2026
img
আসন্ন জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই: গভর্নর Jan 09, 2026
img
বিশ্বকাপের আগে টিকটকারদের সুখবর দিল ফিফা Jan 09, 2026
img
নতুন সিনেমায় ভিন্ন ২ চরিত্রে দেখা যাবে সালাহউদ্দিন লাভলুকে Jan 09, 2026
img
আমি একা কিন্তু আমার জন‍্য আল্লাহই যথেষ্ট: প্রসূন আজাদ Jan 09, 2026
img
ফার্মগেটের আনোয়ারা উদ্যান ডিএনসিসির কাছে হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ Jan 09, 2026
img
১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান Jan 09, 2026