বিশ্ব বিনোদনের মঞ্চে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারের পর এবার গোল্ডেন গ্লোব পুরস্কার মঞ্চে সঞ্চালনার গুরুদায়িত্ব পেলেন তিনি। আসন্ন তিরাশিতম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে হলিউডের একঝাঁক কিংবদন্তি তারকার সঙ্গে মঞ্চ মাতাবেন দেশি গার্ল। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী গোল্ডেন গ্লোবের সঞ্চালক দলের অংশ হলেন, যা নিঃসন্দেহে ভারতীয় বিনোদন জগতের জন্য গর্বের মুহূর্ত।
গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ সম্প্রতি এবারের সঞ্চালকদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে উজ্জ্বলভাবে জায়গা করে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা এই অভিনেত্রী এবার সরাসরি বিশ্ব বিনোদনের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চের দায়িত্বে।
২০১৭ সালে প্রথমবার গোল্ডেন গ্লোবের লাল গালিচায় পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। এরপর ২০২০ সালেও তাঁকে দেখা গিয়েছিল ওই অনুষ্ঠানে। প্রায় ছয় বছর পর এবার শুধু অতিথি হিসেবে নয়, বরং সঞ্চালকের ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে তাঁর নতুন ছবির ঝলক বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সেই আবহেই গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের এই ঘোষণা প্রিয়াঙ্কার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও একবার প্রমাণ করল।
তিরাশিতম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আমান্ডা সাইফ্রেড, ড্যাকোটা ফ্যানিং, ক্রিস পাইন, কেভিন বেকন, কেভিন হার্টসহ বহু নামী তারকা। সোমবার সকালে ভারতেও এই অনুষ্ঠান দেখা যাবে। সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার জন্য এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতীয় শিল্পীদের বিশ্বমঞ্চে প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
পিআর/এসএন