রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার চিঠির জবাবে পাঠানো পাল্টা চিঠিতে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, চিঠিতে কিম জং উন বলেন, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে গড়ে ওঠা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের চেতনা, দুই দেশের কৌশলগত স্বার্থ এবং দুই জাতির আকাঙ্ক্ষা ও ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।’
তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে নিজের সম্পর্ককে অমূল্য হিসেবে উল্লেখ করেন এবং পুতিনের নীতির প্রতি নিঃশর্ত সমর্থনের প্রতিশ্রুতি দেন। কেসিএনএর উদ্ধৃতিতে কিম জং উন বলেন, ‘আপনি যে সব নীতি অনুসরণ করছেন এবং যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আমি সেগুলোকে সম্পূর্ণভাবে সম্মান করি এবং নিঃশর্তভাবে সমর্থন করি।
চিঠিতে তিনি আরও বলেন, ‘এই অবস্থান অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী থাকবে। আপনার সঙ্গে এবং আপনার রাশিয়ার সঙ্গে সবসময় একসঙ্গে দাঁড়াতে আমি প্রস্তুত।’
আইকে/টিএ