টাঙ্গাইলের মির্জাপুরে মো. আবু সাঈদ নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদত্যাগ করেছেন। পারিবারিক কারণ দেখিয়ে ৭ জানুয়ারি তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি ও সম্পাদক বরাবর স্বাক্ষরিত পদত্যাগপত্রটি পাঠান। পরে তিনি ওই পদত্যাগপত্র তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।
আবু সাঈদ গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আবু সাঈদ তার পদত্যাগপত্রে লেখেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগ গোড়াই ইউনিয়ন (পূর্ব) ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। বর্তমানে পারিবারিক কারণে ওই পদে থেকে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। এই মর্মে আমি সুস্থ মস্তিস্কে, স্বজ্ঞানে ৫ নম্বর ওয়ার্ড গোড়াই ইউনিয়ন (পূর্ব) সভাপতির পদ থেকে পদত্যাগ করিলাম।’
এ ব্যাপারে আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নানা ধরনের হয়রানি থেকে বাঁচতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। কী ধরনের হয়রানি জানতে চাইলে বলেন, নির্দিষ্ট করে বলে আর বিপদে পড়তে চাই না। ২০২৪ সালের ৫ আগস্টের পর মির্জাপুরে যে কয়টি মামলা হয়েছে সব মামলায় আসামি করার ভয়ভীতি দেখানো হয়। হয়রানি থেকে নিজেকে বাঁচাতে এ পর্যন্ত আমার অনেক অর্থ ব্যয় করতে হয়েছে।
অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে আবু সাঈদ বলেন, নিজেকে রক্ষা করাই কঠিন, আবার রাজনীতি, এমন মন্তব্য করেন তিনি।