২০২৫ সালের ৪ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তারপর টানা ১৬টি ম্যাচ খেলেও জালের দেখা পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাজে ফর্মে থাকায় তার রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ ঘোলাটে হয়ে উঠছে। গুঞ্জন উঠেছে, মাদ্রিদ ক্লাব তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে। এমনিতেই দুঃসময় চলছে, তার মধ্যে ডাগআউট থেকে প্রতিপক্ষ কোচ এনিয়ে খোঁচাখুঁচি করলেন।
মেজাজ হারানোই স্বাভাবিক। মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে ও ভিনিসিয়ুসের উত্তপ্ত বাক্যবিনিময়। রিয়াল কোচ জাবি আলোনসো এনিয়ে মন্তব্য না করে থাকতে পারেননি।
টিভি ফুটেজে দেখা গেছে, টাচলাইনে দাঁড়িয়ে সিমিওনে ভিনিসিয়ুসকে বারবার বলছিলেন যে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ‘ছাঁটাই করতে যাচ্ছেন’। এমনকি ভিনিসিয়ুস যখন মাঠ থেকে বদলি হয়ে উঠে যাচ্ছিলেন, তখন সিমিওনে দর্শকদের দুয়োধ্বনির দিকে ইঙ্গিত করে অঙ্গভঙ্গি করেন।
অ্যাটলেটিকো কোচের আচরণ সম্পর্কে প্রশ্ন করা হলে আলোনসো বলেন, ‘আমি এটা পছন্দ করিনি। দেখলাম 'চোলো' (সিমিওনে) তাকে কিছু একটা বলছেন। আমার কাছে মনে হয়, এই ধরনের বিষয়গুলো একজন সহকর্মীর প্রতি সম্মানের সীমা লঙ্ঘন করে।’
পরে সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গে কথা বলেন রিয়াল কোচ, ‘আমি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি। তিনি যা বলেছেন তা শোনার পর আমার আরও খারাপ লেগেছে। এটি একজন ভালো ক্রীড়াবিদের উদাহরণ হতে পারে না। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সবকিছুর একটা সীমা থাকে।’
এই ঘটনার জেরে রেফারি সিমিওনে ও ভিনিসিয়ুস উভয়কেই হলুদ কার্ড দেখান। সিমিওনে ভিনিসিয়াসকে ‘ছাঁটাই করা’ নিয়ে করা মন্তব্য অস্বীকার করেননি, তবে বিস্তারিত কিছু বলতেও রাজি হননি।
তিনি বলেন, ‘আমার কিছু বলার নেই। আমি খেলোয়াড় জীবন থেকেই বলে আসছি, মাঠের কথা মাঠেই থাকা উচিত। আমি রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়কে অনেক শ্রদ্ধা করি।’
অন্যদিকে, রিয়াল তারকা ও ম্যাচের প্রথম গোলদাতা ফেদে ভালভার্দে বিষয়টিকে ফুটবলেরই অংশ হিসেবে দেখছেন, ‘ফুটবলার এবং কোচদের মধ্যে কিছু নিজস্ব নিয়ম বা 'কোড' থাকে। এটি একটি ডার্বি ম্যাচ, তাই এমন উত্তেজনা থাকবেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যেন মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে।’
এমআর/এসএন