অন্তর্বর্তী সরকারের পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা থাকত না।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে 'বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয়' শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সংস্কার কার্যক্রম যে একটি দীর্ঘমেয়াদী ও চলমান প্রক্রিয়া, তার বক্তব্যে সেটিই ফুটে উঠেছে।
এমআই/এসএন