কোম্পানি পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় খুলনায় খুচরা বাজারে তীব্র সংকটে পড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি)। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই নগরীর অধিকাংশ খুচরা দোকানে গ্যাস পাওয়া যায়নি। কোথাও কোথাও সীমিত পরিমাণ গ্যাস মিললেও তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে।
ধর্মঘট প্রত্যাহার হলেও ভোক্তা পর্যায়ে এখনো স্বস্তি ফেরেনি এলপিজির দামে। সংকট ও দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে হোটেল-রেস্টুরেন্টসহ ক্ষুদ্র ব্যবসা এবং স্বল্প আয়ের মানুষের জীবনে। রান্না ও ব্যবসা পরিচালনায় বাড়তি খরচের চাপ তৈরি হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে।
এমআই/এসএন