খাজাকে বিদায়ী উপহার দিল অস্ট্রেলিয়া

বিদায়ী ইনিংসটা রাঙাতে পারলেন না উসমান খাজা। ইংলিশ পেসার জস টাঙের বলে বোল্ড হয়ে যখন ফিরেছেন, তখন খাজার নামের পাশে ৭ বলে ৬ রান। যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খাজার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেখানে শেষটা রঙিন হলো না। তবে বিদায়ী ম্যাচের উপহার ঠিকই তাঁকে দিয়েছে অস্ট্রেলিয়া। এসসিজিতে আজ শেষ হওয়া পঞ্চম টেস্টে ৫ উইকেটে জিতেছে অজিরা।

জ্যাকব বেথেলের একার লড়াইয়ে ইংল্যান্ড কী করতে পারে, সেটাই ছিল দেখার অপেক্ষা। সিডনিতে আজ পঞ্চম দিনে গড়ানো পঞ্চম টেস্টে শেষ চেষ্টা করেছিল ইংল্যান্ড। কিন্তু ১৫৯ রানের লিড নিয়ে কতটুকুই বা লড়াই করা যায়! ফল যা হওয়ার, তা-ই হয়েছে। ৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজ অজিরা জিতে গেল ৪-১ ব্যবধানে।

দ্বিতীয় ইনিংসে ৭৫ ওভারে ৮ উইকেটে ৩০২ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তবে দিনের প্রথম সেশনে মাত্র ৮০ বল টিকতে পারে ইংল্যান্ড। ৮৮.২ ওভারে দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৩৪২ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া পায় ১৬০ রানের লক্ষ্য।

ক্যারিয়ারের বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রান করে আউট হয়েছিলেন খাজা। সচরাচর যে ওপেনিংয়ে খেলতে অভ্যস্ত, বিদায়ী ইনিংসে সেখানে কি তিনি ব্যাটিং করবেন—ভক্ত-সমর্থকেরা হয়তো এমন কিছুই ভাবছিলেন। সেটা অবশ্য হয়নি। প্রথম ইনিংসে ছয় নম্বরে নামা খাজাকে দ্বিতীয় ইনিংসে পাঠানো হয় পাঁচ নম্বরে। ১৬০ রানের লক্ষ্যে নেমে ট্রাভিস হেড-জেক ওয়েদারল্যান্ড ৬৩ বলে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন। ১১তম ওভারের তৃতীয় বলে হেডকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন টাঙ।



হেড আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একটা পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ২৩.১ ওভারে ৫ উইকেটে ১২১ রান। ইংল্যান্ডের তখন জয়ের সামান্যতম সম্ভাবনা তৈরি হলেও সেটা হতে দেননি ক্যামেরন গ্রিন-অ্যালেক্স ক্যারি। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। জয়ের লক্ষ্যে নামা অস্ট্রেলিয়া ৩১.২ ওভারে ৫ উইকেটে করে ১৬১ রান। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন মারনাস লাবুশেন। ইংল্যান্ডের টাঙ নিয়েছেন ৩ উইকেট।

সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড ৯৭.৩ ওভারে ৩৮৪ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসেই ৪১তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন জো রুট। ২৪২ বলে করেছেন ১৬০ রান। অস্ট্রেলিয়ার মাইকেল নেসার নিয়েছেন ৪ উইকেট। অজিরা এরপর তাদের প্রথম ইনিংসে ১৩৩.৫ ওভারে ৫৬৭ রান করেছে। ১৬৬ বলে ২৪ চার ও ১ ছক্কায় ১৬৩ রান করেন ট্রাভিস হেড। সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথও (১৩৮)। ইংল্যান্ডের টাঙ, কার্স নিয়েছেন তিনটি করে উইকেট।

সিডনি টেস্টে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন হেড। প্রথম ইনিংসে ১৬৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছেন। ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক হয়েছেন টুর্নামেন্টসেরা। সিরিজে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেছেন ১৫৬ রান।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ নতুন রূপে রুক্মিণী বসন্ত Jan 09, 2026
img
গাবতলী-ডেমরা মেট্রোরেলের কাজ চূড়ান্ত করতে ঢাকায় আসছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল Jan 09, 2026
img
মাঠে ভিনিসিয়ুসকে সিমিওনের খোঁচা, ক্ষুব্ধ রিয়াল কোচ জাবি Jan 09, 2026
img
মহাবিশ্বের অদ্ভুত ও নতুন ধরনের বস্তু ‘ব্যর্থ ছায়াপথ’ Jan 09, 2026
img
কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা Jan 09, 2026
img
রাজনৈতিক বন্দিদের মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলা Jan 09, 2026
img
তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সি’র ব্যাপার : ট্রাম্প Jan 09, 2026
img
গোল্ডেন গ্লোবে ইতিহাস গড়লেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া Jan 09, 2026
img
যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে : কলম্বিয়ার প্রেসিডেন্ট Jan 09, 2026
img
খুলনায় সিলিন্ডার গ্যাসের সংকট কাটেনি, বিক্রি হচ্ছে বাড়তি দামেই Jan 09, 2026
img
এলপিজি উদ্যোক্তাদের গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি Jan 09, 2026
img
আজ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস Jan 09, 2026
img
নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা Jan 09, 2026
img
আসন্ন জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই: গভর্নর Jan 09, 2026
img
বিশ্বকাপের আগে টিকটকারদের সুখবর দিল ফিফা Jan 09, 2026
img
নতুন সিনেমায় ভিন্ন ২ চরিত্রে দেখা যাবে সালাহউদ্দিন লাভলুকে Jan 09, 2026
img
আমি একা কিন্তু আমার জন‍্য আল্লাহই যথেষ্ট: প্রসূন আজাদ Jan 09, 2026
img
ফার্মগেটের আনোয়ারা উদ্যান ডিএনসিসির কাছে হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ Jan 09, 2026
img
১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান Jan 09, 2026
img
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক Jan 09, 2026