বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আবারও নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ও জীবনদর্শন নিয়ে কথা বললেন। সম্প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের সেরা সময় চলাকালীনই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সচেতনভাবেই। সমাজে প্রচলিত ধারণা যে মা হলে অভিনেত্রীদের ক্যারিয়ারে ভাটা পড়ে, সেই কথাকে তিনি সরাসরি প্রশ্নের মুখে ফেলেছেন।
আলিয়ার ভাষ্য, তিনি সব সময় নিজের মনের কথাকেই গুরুত্ব দেন। তাই জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দ্বিধা করেননি। তার মতে, মা হলে ক্যারিয়ারের ক্ষতি হয় এই ধারণার পেছনে কোনো যুক্তি নেই। আর যদি তাতে সামান্য প্রভাব পড়েও, সেটিকে তিনি গুরুত্ব দিতে রাজি নন। কারণ জীবনের বড় সিদ্ধান্তগুলো শুধু পেশাগত হিসাব দিয়ে বিচার করা যায় না।
মা হওয়ার পর জীবনকে নতুনভাবে দেখছেন বলেও জানিয়েছেন আলিয়া। তার কথায়, মাতৃত্ব তাকে জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করেছে। নিজের অস্তিত্ব, দায়িত্ব ও ভালোবাসার জায়গা আরও গভীরভাবে অনুভব করছেন তিনি। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই অধ্যায় তাকে মানসিকভাবে আরও পরিপূর্ণ করেছে বলে মনে করেন এই অভিনেত্রী।
তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে। অনেকেই মনে করছেন, আলিয়ার বক্তব্য নারী শিল্পীদের জন্য একটি শক্ত বার্তা বহন করে। ক্যারিয়ার ও মাতৃত্বকে একে অপরের প্রতিদ্বন্দ্বী না ভেবে পাশাপাশি এগিয়ে নেওয়ার যে সাহসী দৃষ্টিভঙ্গি, সেটিই ফুটে উঠেছে তার কথায়।
পিআর/টিকে