কুয়াশায় মোড়া শীতের কলকাতা। উত্তর কলকাতার গলিপথে তখনও ঘুম জড়িয়ে আছে। দোকানপাট সবে চোখ মেলছে, রাস্তায় মানুষের চলাচল কম। ঠিক সেই সময়ই বাগবাজারের তস্য গলিতে চাদর জড়িয়ে দেখা মিলল কল্কি কেকলাঁর। শহরের পরিচিত কোলাহল থেকে খানিক দূরে, যেন পাশের বাড়ির মেয়ের মতোই স্বাভাবিক এক উপস্থিতি।
মুম্বই ছেড়ে এই শীতের সকালে কলকাতায় আসার কারণ অবশ্য কাজ। জানা গেছে, প্রযোজক নিখিল আডবাণীর আসন্ন ধারাবাহিক ‘কহর’-এর শুটিং চলছে শহরের একাধিক জায়গায়। এই ধারাবাহিকে কল্কির বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুটিংয়ের শুরু থেকেই স্থানীয়দের কৌতূহল চোখে পড়ার মতো।
রবিবার সকাল থেকেই বাগবাজার এলাকায় ছিল পুলিশ ভ্যান, নিরাপত্তার ব্যবস্থা আর ছাদে ছাদে ভিড়। ভয়ের কারণে নয়, বরং প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার আগ্রহেই জড়ো হয়েছেন এলাকাবাসী। সাদার ওপর লাল সুতোর কাজ করা নরম শাল গায়ে চেয়ারে বসে থাকা কল্কি হঠাৎই ‘অ্যাকশন’ শুনে বদলে ফেললেন নিজেকে। গলির ভেতর থেকে হেঁটে বেরিয়ে এসে সংলাপে ডুবে গেলেন চরিত্রে। সংলাপ শেষ হতেই নির্দেশ, আবার ফিরে গেলেন ক্যামেরার আড়ালে।
খবর অনুযায়ী, বাগবাজারের পাশাপাশি কলেজ স্ট্রিটেও হয়েছে শুটিং। সোমবারও কাজ চলেছে একই তালে। শুটের ফাঁকে কলেজ স্ট্রিটের ফুটপাথে বসে গল্প করতে দেখা গেছে কল্কি ও পরমব্রতকে। এই প্রথমবার পর্দায় একসঙ্গে আসছেন তাঁরা, যা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
পরিচালনায় রয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায় ও গৌরব চাওলা। ভৌতিক, রহস্য আর রোমাঞ্চে মোড়া এই ধারাবাহিকে নতুন রূপে ধরা দেবেন দুই অভিনেত্রী। কলকাতার শীত, কুয়াশা আর পুরনো গলির আবহ মিলিয়ে পর্দায় তৈরি হতে চলেছে এক আলাদা অনুভব।
এমকে/টিএ