নারায়ণগঞ্জে মাদক ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ মনির হোসেন ওরফে ফাইটার মনির (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা থানাধিন গলাচিপা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃতে দেয়া ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।
তিনি জানান, গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেনের বাড়িতে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও মাদক মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহিদ হোসেনের সন্ত্রাসি বাহিনীর অন্যতম সহযোগী মনির ওরফে ফাইটার মনিরকে আটক করা হয়।
ওসি আরও জানান, পরে গ্রেফতার মনিরের দেয়া তথ্যে ওই বাড়িতে তল্লাশি করে বিভিন্ন আকৃতির দেশীয় প্রায় ১৪টি ধারালো অস্ত্র, স্টিলের তৈরি বেশ কয়েকটি রড, একাধিক লোহার পাইপ, করাত, লোহার কাটার, হাতুড়ি, সিসি ক্যামেরা, একটি কম্পিউটার, গাঁজা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতার মনির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষবাভে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। এ ঘটনায় মনিরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।’