যখন ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, উচ্ছ্বাস ছিল। তবে বিসিসিআইয়ের চাপে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি হতাশাজনক, বলেছেন বিপিএলে রংপুর রাইডার্স কোচ মিকি আর্থার।
বিপিএলের চলতি আসরে মোস্তাফিজ খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দলের অনুশীলনের পর সংবাদ সম্মলনে আসেনে আর্থার। জানান, ফিজের সাথে যা ঘটেছে তা হতাশাজনক।
বিপিএল চলাকালীন আইপিএল থেকে বাদ পড়ার খবর আসে। তখন কোচ হিসেবে কীভাবে ফিজকে সামলেছেন আর্থার? সাউথ আফ্রিকান কোচ জানালেন, ফিজকে সামলানো কঠিন কিছু নয়।
‘দেখুন, ফিজ একজন পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। আমাদের জন্য অসাধারণ খেলছে। বোলার হিসেবে তার গুণাগুণ সম্পর্কে আমরা জানি। বিশ্বের যেকোনো বোলারের মতোই দক্ষ, এমনকি তার চেয়েও ভালো হতে পারে। খুব ভালো একজন টিমম্যান এবং নম্র মানুষ, তাকে সামলানো নিয়ে কোন সমস্যা নেই। প্রতিদিন মাঠে নামে এবং সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে কাজ করে। যা ঘটেছে তা তার জন্য খুবই হতাশাজনক ছিল। কেকেআরের সাথে তার খুব ভালো একটি চুক্তি ছিল, সেটি হাতছাড়া হওয়া দুঃখজনক।’
কলকাতা থেকে বাদ পড়ার পর মোস্তাফিজের সাথে একান্তে কথা বলেছেন আর্থার, ‘আমরা এ নিয়ে সংক্ষেপে কথা বলেছি। তবে ফিজ এবং আমার মধ্যে ভাষার কিছুটা বাধা রয়েছে। আমার কথা বুঝতে পেরেছে, আমিও তার কথা বুঝতে পেরেছি। বিষয়টি আমরা সেখানেই শেষ করে সামনের দিকে এগিয়েছি।’
এসকে/এসএন