দক্ষিণী চলচ্চিত্রজগত পেরিয়ে বলিউডে এখন তামান্না ভাটিয়ার উত্থান চোখে পড়ার মতো। ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন থাকলেও কাজের দুনিয়ায় তাঁর অবস্থান যে বেশ শক্তপোক্ত, তা অস্বীকার করার উপায় নেই। এক সময়ের জনপ্রিয় আইটেম গানের সাফল্য পেরিয়ে এখন নায়িকার ঝুলিতে রয়েছে একের পর এক বড় প্রজেক্ট, যেখানে তিনি আর শুধু আকর্ষণের অনুষঙ্গ নন, বরং কেন্দ্রীয় চরিত্রে।
এই সাফল্যের মাঝেই সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছে তামান্নার পারিশ্রমিক। খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা সৈকতে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সময় মাত্র ছয় মিনিট। অথচ সেই স্বল্প সময়ের নাচের জন্যই নাকি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ছয় কোটি টাকা। হিসাব কষলে প্রতি মিনিটে এক কোটি টাকা। এই অঙ্ক প্রকাশ্যে আসতেই বিনোদন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতেও পিছপা হননি ভক্তরা। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। যেখানে একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে মুখ্য নায়িকারা পাঁচ থেকে ছয় কোটি টাকা পারিশ্রমিক পান, সেখানে মাত্র কয়েক মিনিটের নাচের জন্য এত বড় অঙ্ক কতটা যুক্তিসংগত, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
অনেকে মনে করছেন, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের বিপুল সাফল্যের পরই তামান্নার বাজারদর হু হু করে বেড়েছে। সেই সাফল্যের ভিত্তিতেই তিনি পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছিলেন। সিনেমার ক্ষেত্রে তা মানা হলেও, কেবল একটি মঞ্চ পরিবেশনার জন্য একই মানদণ্ড প্রযোজ্য কি না, তা নিয়ে সংশয়ে আয়োজক মহল।
ফলে আকাশছোঁয়া পারিশ্রমিকের এই খবর ঘিরে এখন চিন্তায় অনুষ্ঠান আয়োজনকারীরা। তামান্নার জনপ্রিয়তা যেমন আলোচনায়, তেমনই তাঁর পারিশ্রমিকও হয়ে উঠেছে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু।
এমকে/টিএ