মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তুন ড. মাহাথির মোহাম্মদ নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন রয়েছেন।
আহত হয় হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ড. মাহাথির তার বাসভবনে পড়ে যান। এরপর তাকে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
মাহাথির মোহাম্মদের প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে নেয়ার সময় ১০০ বছর বয়সি এই জননেতার জ্ঞান ছিল।
মাহাথির মোহাম্মদের মেয়ে দাতিন পাদুকা মারিনা মাহাথির আইজেএন-এর লবিতে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, তার বাবার আঘাত ‘গুরুতর’ হলেও তা জীবননাশের মতো ঝুঁকিপূর্ণ বা ‘বিপজ্জনক’ নয়। তার বয়স বিবেচনায় সবকিছুই আপেক্ষিক। আঘাতটি গুরুতর হলেও তিনি এখন ভালো আছেন এবং বিপদমুক্ত। আমরা শিগগিরই একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করব।
এর আগে গত বছরের ১৩ জুলাই ক্লান্তিজনিত কারণে ডক্টর মাহাথিরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সে সময় প্রাথমিক চিকিৎসার পর ওই দিনই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
মালয়েশিয়ার এই প্রবীণ নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তার সমর্থকরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।
এমকে/এসএন