জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ টাইমসের সিনিয়র মোবাইল জার্নালিস্ট মো: জুবায়ের আদনান ও মোবাইল জার্নালিস্ট নাহিমুর রহমান শাকিল 'জুলাই সাহসী সাংবাদিক' সম্মাননা পেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক চেক তুলে দেওয়া হয়। আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিল জেএএম সংস্থা।
বাংলাদেশ টাইমসের সিনিয়র মোবাইল জার্নালিস্ট মো: জুবায়ের আদনান ও মোবাইল জার্নালিস্ট নাহিমুর রহমান শাকিল ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে ঘটনাপ্রবাহ দৃশ্যমাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে দেশব্যাপী জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, শহীদ পরিবার এবং আহত ১ হাজার ২০০ জনের হাতে ‘আগ্রাসনবিরোধী জুলাই সম্মাননা’ স্মারক প্রদান করা হয়।
আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দিনব্যাপী আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
পিএ/টিএ