মালয়েশিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান মারা গেছেন। গত ৩ জানুয়ারি ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২১ বছর।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর আথিরার মৃত্যুর ব্যাপারে কর্তৃপক্ষের ধারণা, ডান লেনে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তখন প্রায় রাত আড়াইটা বাজে। এ সময় আরেকটি মোটরসাইকেল আরোহী তাকে ওভারট্রেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় আথিরাকে। দুর্ঘটনায় অন্য মোটরসাইকেল আরোহী হাত, কনুই ও উরুতে আঘাত পেয়েছেন। তাকে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভাব্য বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য মৃত্যুর কারণ হিসেবে তদন্তাধীন রয়েছে মামলাটি।
প্রসঙ্গত, কনটেন্ট ক্রিয়েটর আথিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করতেন এবং তার বাবার খাবারের দোকানের জনপ্রিয় ভারতীয় ফ্ল্যাটব্রেড, রুটি কানাই উল্টানোর জন্য পরিচিত ছিলেন। টিকটকে অ্যাকাউন্টে তার ৭৭ হাজারেরও বেশি ফলোয়ার ছিল, যা পরে মুছে ফেলা হয়েছে।
এবি/টিকে